সর্বশেষ:

loskor unione shoto shoto poribarer majhe tcb ponno bitoron

পাইকগাছায় লস্কর ইউনিয়নের ১৪ ‘শ পরিবারের মাঝে টিসিবি পণ্য বিতরণ

loskor unione shoto shoto poribarer majhe tcb ponno bitoron
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছার লস্কর ইউনিয়নের ১ হাজার ৩৬২ পরিবারের মাঝে স্বল্প মূল্যের টিসিবি পণ্য বিতরণ করা হয়েছে।

বুধবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত সাদিয়া এন্টারপ্রাইজ ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে এবং ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে কার্ডধারী পরিবার প্রতি ২৭০ টাকায় ৫ কেজি চাল ও ২ কেজি চাল প্রদান করা হয়। ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সানা’র সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা ফারুক হোসেন সরদার, ইউপি সদস্য এসএম মোফাজ্জেল হোসেন, অরুনা বেগম, টিএম হাসানুজ্জামান, জিএম তাজউদ্দীন, শরীফুল ইসলাম লিটন, মর্জিনা বেগম, রফিকুল ইসলাম, পরমানন্দ সানা, অরবিন্দু কুমার মন্ডল ও দিলীপ কুমার মন্ডল, অঞ্জলী ঢালী ও ঠিকাদার বজলুর রহমান।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana