সর্বশেষ:

মাথাভাঙ্গা

মাথাভাঙ্গা যুব সংঘের আয়োজনে ১ম বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে

মাথাভাঙ্গা
Facebook
Twitter
LinkedIn

মোঃপারভেজ খাঁন ইমন : লবনচরা(খুলনা) প্রতিনিধি :

০৩/০৩/২০২৪ ইং রোজ রবিবার মাথাভাঙ্গা যুব সংঘের আয়োজনে ১ম বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। মাথাভাঙ্গা বেলায়েতের মোড় সংলগ্ন ময়দানে মাথাভাঙ্গা যুব সংঘের আয়োজনে সার্বিক তত্ত্বাবধানে ১ম বার্ষিক ওয়াজ মাহফিল ওদোয়া অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ক্বারী মাওলানা সারোয়ার হোসাইন হাবিবী,বিশেষ বক্তা ছিলেন হাফেজ মাওঃমুফতী মোঃআলমগীর হোসাইন জিহাদী,হাফেজ মাওঃফজলুর রহমান বাদল,হাফেজ মাওঃমিজানুর রহমান আনসারী,হাফেজ মাওঃআনোয়ার হোসেন যশোরী,

মাথাভাঙ্গা

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনাব মোঃআশরাফুল আলম খাঁন,সভাপতি বটিয়াঘাটা উপজেলা আওয়ামী লীগ ও বারবার নির্বাচিত চেয়ারম্যান বটিয়াঘাটা উপজেলা পরিষদ ,মোঃকবির আহম্মেদ মনা খুলনা জেলা যুবলীগ,মোঃপারভেজ খাঁন ইমন সাধারণ সম্পাদক বাইতুন নূর জামে মসজিদ ও কর্মী খুলনা জেলা যুবলীগ,মোঃহোসাইন হাওলাদার,

সাধরন সম্পাদক মাথাভাঙ্গা মধ্যপাড়া মোল্লা জামে মসজিদ ও বটিয়াঘাটা উপজেলা আওয়ামী লীগ মনোনীত নেতা,মোঃচৌধুরী আরিফ জেলা যুবলীগের নেতা,মোঃজুয়েল শেখ,জসিম চৌধুরী,সভাপতিত্ব করেন মো:শামীমুর রহমান শামিম সভাপতি বায়তুল মামুর জামে মসজিদ ও সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ৩১নংওয়ার্ড আওয়ামী লীগ খুলনা মহানগর।সুমন,সুজন,আল-আমিন,

সেলিম,আজিজুল,জীবন খন্দকার রিজভী,নাসির,রবিউল,ইমাম,রফিকুল,দিদার,হাসান মাহমুদ,আশিক,মামুন,সহ আরো অনেকের আয়োজন ও সার্বিক তত্ত্বাবধানে ১ম বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন হয়।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana