সর্বশেষ:

mukho mukji songhorshe nihoto o ahoto

খুলনার ডুমুরিয়ায় মোটর ভ্যান ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ আহত ২

mukho mukji songhorshe nihoto o ahoto
Facebook
Twitter
LinkedIn

ডুমুরিয়া ( খুলনা) সংবাদদাতা।

খুলনা সাতক্ষীরা মহাসড়কে চলন্ত মোটর ভ্যানের সাথে এম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে ভ্যান যাত্রী উপজেলা গুটুদিয়া গ্রামের কালিপদ মন্ডল (৭০)নামের এক মারা গেছে। অপর ২ যাত্রী একই গ্রামের রাজীব মন্ডলের ছেলে সবুজ মন্ডল (২৮) ওসাইদ গাজী (৪৮) আহত হয়।

খর্ণিয়া হাইওয়ে পুলিশের ওসি নুরুজ্জামান জানান,গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে খুলনা থেকে একটি এ্যাম্বুলেস ঢাকা মেট্রো ছ ৭৪-০১৭৪ দ্রুত সাতক্ষীরা যাচ্ছিল। ডুমুরিয়া উপজেলার মাঝের বেঁড়ি নামক পৌঁছালে একটি মোটর চালিত ভ্যানে সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ভ্যান যাত্রী গুটুদিয়া গ্রামের কালিপদো মন্ডল, সবুজ মন্ডল ও সাঈদ গাজী আহাত হয়।আহতদেরকে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে ভর্তি করেন। এরমধ্যে কালিপদ মণ্ডলের অবস্থা খারাপ হয় উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতলে প্রেরণ করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি রাত সাড়ে ৮ টার দিকে মরা যান বলে সুত্র জানান। আহত অন্য ২ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন। ঘাতক অ্যাম্বুলেন্সটি হাইওয়ে পুলিশ আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana