সর্বশেষ:

নড়াইল–১ আসনে এডভোকেট গাজী মাহাবুয়াউর রহমানের গণসংযোগ জোরদার

Facebook
Twitter
LinkedIn

নড়াগাতী (নড়াইল) প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল–১ (কালিয়া–নড়াগাতী) আসনে গণসংযোগ ও প্রচার–প্রচারণা জোরদার করেছেন জাতীয় পার্টির সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী, এডভোকেট গাজী মাহাবুয়াউর রহমান (ইমরান)। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য।

এডভোকেট গাজী মাহাবুয়াউর রহমান নড়াগাতীর কৃতি সন্তান। তার সেজো চাচা গাজী মনিরুজ্জামান ছিলেন নিয়ামতপুর ইউনিয়নের ৭ নং জয়নগরের সাবেক চেয়ারম্যান। তার পিতা গাজী আকরামুজ্জামান সরকারি স্বাস্থ্য বিভাগের একজন কর্মকর্তা হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন।

এলাকার বিভিন্ন ইউনিয়নে প্রতিদিনই তিনি পথসভা, মতবিনিময় সভা, উঠান বৈঠক ও সরাসরি ভোটারদের সঙ্গে গণসংযোগ করছেন। স্থানীয় মানুষের সঙ্গে ঘরে ঘরে গিয়ে তাদের খোঁজখবর নিচ্ছেন এবং সমর্থন চাইছেন। প্রচার–প্রচারণায় যুবসমাজের উপস্থিতি চোখে পড়ার মতো।

সড়কসংলগ্ন বাজার, চৌরাস্তা ও গ্রামাঞ্চলে তার সমর্থনে পোস্টার, ব্যানার ও ফেস্টুন ইতোমধ্যে দৃষ্টি কাড়ছে। স্থানীয়দের মতে, নতুন নেতৃত্ব হিসেবে পরিষ্কার ভাবমূর্তি ও প্রাতিষ্ঠানিক যোগ্যতার কারণে গাজী মাহাবুয়াউর রহমানের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে।এডভোকেট ইমরান বলেন,“নড়াইল–১ আসনের উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নত করা আমার প্রধান লক্ষ্য। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যুবকদের কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে চাই।”

নির্বাচন সামনে রেখে এই আসনে তার প্রচার–প্রচারণা আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

সুন্দরবনে ২০ বনদস্যু বাহিনীর দাপট, বনদস্যুদের তৎপরতায় আবারও অশান্ত হয়ে উঠেছে ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবন,জেলে, বনজীবীদের মাঝে দেখা দিয়েছে আতঙ্ক। ফলে বিরূপ প্রভাব পড়ছে অর্থনীতিতে

turan hossain rana