নড়াগাতী (নড়াইল) প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল–১ (কালিয়া–নড়াগাতী) আসনে গণসংযোগ ও প্রচার–প্রচারণা জোরদার করেছেন জাতীয় পার্টির সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী, এডভোকেট গাজী মাহাবুয়াউর রহমান (ইমরান)। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য।
এডভোকেট গাজী মাহাবুয়াউর রহমান নড়াগাতীর কৃতি সন্তান। তার সেজো চাচা গাজী মনিরুজ্জামান ছিলেন নিয়ামতপুর ইউনিয়নের ৭ নং জয়নগরের সাবেক চেয়ারম্যান। তার পিতা গাজী আকরামুজ্জামান সরকারি স্বাস্থ্য বিভাগের একজন কর্মকর্তা হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন।
এলাকার বিভিন্ন ইউনিয়নে প্রতিদিনই তিনি পথসভা, মতবিনিময় সভা, উঠান বৈঠক ও সরাসরি ভোটারদের সঙ্গে গণসংযোগ করছেন। স্থানীয় মানুষের সঙ্গে ঘরে ঘরে গিয়ে তাদের খোঁজখবর নিচ্ছেন এবং সমর্থন চাইছেন। প্রচার–প্রচারণায় যুবসমাজের উপস্থিতি চোখে পড়ার মতো।
সড়কসংলগ্ন বাজার, চৌরাস্তা ও গ্রামাঞ্চলে তার সমর্থনে পোস্টার, ব্যানার ও ফেস্টুন ইতোমধ্যে দৃষ্টি কাড়ছে। স্থানীয়দের মতে, নতুন নেতৃত্ব হিসেবে পরিষ্কার ভাবমূর্তি ও প্রাতিষ্ঠানিক যোগ্যতার কারণে গাজী মাহাবুয়াউর রহমানের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে।এডভোকেট ইমরান বলেন,“নড়াইল–১ আসনের উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নত করা আমার প্রধান লক্ষ্য। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যুবকদের কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে চাই।”
নির্বাচন সামনে রেখে এই আসনে তার প্রচার–প্রচারণা আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে