সর্বশেষ:

horiner-mangsho-soho-atok

হরিণের মাংস সহ আটক ১ : অতঃপর মুক্তি

horiner-mangsho-soho-atok
Facebook
Twitter
LinkedIn

বিশেষ প্রতিনিধি :

মিহির মল্লিক পিতা পংকজ মল্লিক গ্রাম: গেওয়াবুনিয়া, থানা : পাইকগাছা, জেলা : খুলনা। সে একজন ট্রলার চালক। ট্রলার ব্যবসার অন্তরালে সে বাড়িতে বাড়িতে গিয়ে এবং মোবাইল ফোনের মাধ্যমে হরিণ এর মাংস বিক্রি করায় তার একমাত্র ব্যবসা। অত্র এলাকার সবাই জানে সে একজন হরিণের মাংস বিক্রিতা। দীর্ঘদিন ধরে সে সুন্দরবন থেকে হরিণ শিকার করে মাংস এলাকায় বিক্রি করে থাকে। এলাকায় রয়েছে তার একটি হরিণ শিকারি সিন্ডিকেট চক্র। পুলিশ ও ফরেস্ট অফিসের তালিকায় রয়েছে তার নামে অনেক অভিযোগ। সম্প্রতি ১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

বারোআড়িয়া এলাকা থেকে স্থানীয় জনতা মিহিরকে মাংস সহ আটক করে। পরে তাকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, তার কাছে গরুর মাংস পাওয়া গেছে বলে পুলিশের একটি উদ্বোধন কর্তৃপক্ষ জানিয়েছেন! পরে পুলিশ তাকে ছেড়ে দেয় বলে অভিযোগ ওঠে। ভিকটিম মিহির কুমার মল্লিক বলেন, বিষয়টি পুলিশের সাথে আমার সমাধান হয়ে গেছে। এখন আমার আর কোন সমস্যা নেই।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana