সর্বশেষ:

mongla custom c&f agent accociatiom ahobayok komity gothon

আহবায়ক মোশাররফ, জনি সদস্য সচিব মোংলা কাষ্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন

mongla custom c&f agent accociatiom ahobayok komity gothon
Facebook
Twitter
LinkedIn

খুলনা প্রতিনিধি 

মোংলা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের খুলনা মহানগীর সোনাডাঙ্গার এম এ বাড়ী সড়কস্থ নিজস্ব কার্যালয় সিএন্ডএফ টাওয়ারে জুলাই গনহত্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্যানা ফেষ্টুন টাঙ্গানো হয়। সিঅ্যান্ডএফ ভবনে লাগানো গণঅভ্যুত্থানের শহীদদের ব্যানার ছিড়ে ফেলা এবং এসোসিয়েশনের সকল অপকর্মের হোতা সাধারণ সম্পাদক শেখ লিয়াকত হোসেনসহ আওয়ামী লীগ নেতাদের বাদ দেওয়ার দাবিতে গত ৪ নভেম্বর সিঅ্যান্ডএফ টাওয়ারে তালা ঝুলিয়ে দেয় বৈষম্য বিরোধী ছাত্ররা। এ ঘটনায় ছাত্ররা শেখ লিয়াকত হোসেনের বিরুদ্ধে সংশ্লিষ্ঠ থানায় লিখিত অভিযোগ দাখিল করে। গত ৬ নভেম্বর সোনাডাঙ্গা থানায় ছাত্রদের সঙ্গে সিঅ্যান্ডএফ এসোসিয়েশনের নেতারা বৈঠক করলে ছাত্ররা লিয়াকতসহ বিগত সরকারের সুবিধাভোগীদের বাদ দেওয়ার দাবি জানান। সিএন্ডএফ টাওয়ারে তালা বদ্ধ থাকার ফলে একদিকে দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি সিঅ্যান্ডএফ ব্যবসায় মন্দাভাব বিরাজ করছে। অন্যদিকে মোংলা কাস্টমস্ সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের স্বাভাবিক কার্যক্রমে বিগ্ন ঘটে। সিএন্ডএফ এসোসিয়েশনের দৈনন্দিন কার্যক্রমের গতিশীলতা আনায়নের লক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনার সমন্বয়ক সাজিদুল ইসলাম বাপ্পীসহ নেতৃবৃন্দ ও মোংলা কাস্টমস্ সিএন্ডএফ এজেন্টস’র সাধারন সদস্যদের সম্মন্বয় এক সাথারন সভা সোনাডাঙ্গাস্থ সিএন্ডএফ টাওয়ারে অনুষ্ঠিত হয়।

সভায় সর্ব সম্মতিক্রমে বিগত ফ্যাসিষ্ট কমিটি বাতিল পুর্বক ১৩ সদস্য বিশিষ্ট একটি এ্যাডহক আহবায়ক কমিটি গঠন করা হয় । নব নিযুক্ত কমিটির সদস্যরা হলেন আহবায়ক মোঃ মোশাররফ হোসেন, যুগ্ম আহবায়ক মোঃ শহিদুল ইসলাম, এস এম আমিনুল ইসলাম (জাকির),এস. এম সানাউল্লাহ, সদস্য সচিব করা হয় মাহামুদুন চৌধুরী (জনি)। এছাড়া নির্বাহী কমিটির সদস্য রয়েছেন আবু আহমেদ সিদ্দিক (নাবিল,মাহবুব আলম বাচ্চু,আবু জাফর মোহাম্মদ তৌফিক হাসান,সৈয়দ রেজাউল করিম,শেখ মাসুম হামিদ,মোঃ আসাদুজ্জামান,এ এস এম জাকারিয়া,হারুন অর রশিদ। নতুন কমিটির নেতৃবৃন্দরা সাধারন সদস্যদের সাথে সম্মন্বয় করে মোংলা কাস্টমস্ সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করবেন।

নব গঠিত কমিটির সদস্য সচিব মাহামুদুন চৌধুরী জনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্ররাই সাধারন ব্যাবসায়ীদের নিয়ে কমিটি গঠন করে আমাদের দায়িত্ব বুঝিয়ে দিয়েছে। আমাদের কমিটির সবাই প্রকৃত ব্যবসায়ী। তিনি বলেন, সম্প্রতি যে কমিটি গঠন করা হয়েছে ঐ কমিটিতে বিগত সরকারের দোসরদের স্থান দেওয়া হয়েছিল। আওয়ামী লীগের সুবিধাভোগীদের বাদ দিয়ে প্রকৃত ব্যবসায়ীদের দিয়ে আমরা অন্তবর্তী কমিটি গঠন করেছি।
উল্লেখ,মোংলা কাস্টমস এজেন্ট (সিঅ্যান্ডএফ) এসোসিয়েশনের সভাপতি ছিলেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সুলতান হোসেন খান এবং সাধারণ সম্পাদক ছিলেন শেখ হেলালের ক্যাশিয়ার এবং শেখ পরিবারের আস্থাভাজন হিসেবে পরিচিত বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ লিয়াকত হোসেন। তাদের কাছে নির্বাহী কমিটির অন্যরা এবং সাধারণ সদস্যরা ছিলেন জিম্মি।গণঅভুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ায় এসোসিয়েশনের ফ্যাসিষ্ট নেতারা আত্মগোপনে চলে যান। খুলনা ও বাগেরহাটে তাদের বিরুদ্ধে বিএনপির পার্টি অফিস ভাংচুর ও নাশকতার একাধিক মামলাও রয়েছে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana