
বিশেষ প্রতিনিধি :
খুলনা ডুমুরিয়া উপজেলার রংপুর ইউনিয়নে অবস্থিত শলুয়া বাজার নামক স্থানে রতন কুমার মিস্ত্রির বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ,রতন কুমার মিস্ত্রির তিন ছেলের সার্বিক সহযোগিতায় এবং ক্ষমতার দাপটে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ২৫ নং পোল্ডারে অবস্থিত শলুয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে রতন কুমার মিস্ত্রির একটি মার্কেট হচ্ছে। মার্কেটের সামনেই সরকারি রাস্তার পাশে থাকা তাল, নারিকেল ও খেজুর গাছ সহ বিভিন্ন গাছ কেটে মার্কেট করছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, রতন কুমার মিস্ত্রির এক ছেলে পুলিশের কর্মকর্তা আর দুই ছেলে হলেন প্রকৌশলী ও ইঞ্জিনিয়ার । সরকারি ভ্যাট ও ট্যাক্স ছাড়াই রতন কুমার মিস্ত্রির গড়ে তুলছেন বিশাল মার্কেট। ৩ ছেলের নামে বেনামে রয়েছে মার্কেট সহ কোটি টাকার সম্পত্তি। যা এলাকায় সরেজমিনে গিয়ে সত্যতা পাওয়া যায়। এ বিষয়ে রতন কুমার মিস্ত্রির ছেলে পুলিশে চাকরিরত সুজিত মিস্ত্রি বলেন, মার্কেটের সামনে থেকে দুটি গাছ কাটা হয়েছে।

আর এক ছেলে ঢাকা গণপূর্ত বিভাগের ইঞ্জিনিয়ার মিঠুন মিস্ত্রি বলেন, কোন বিষয়ে আমি কিছু বলতে রাজি নই। আমার বাবার সাথে দেখা করে তার সাথে কথা বলেন। রতন কুমার মিস্ত্রি বলেন,গাছ আমি কেটেছি, এখন আমার যা হয় হোক, কোন সমস্যা নেই। শলুশা বাজার কমিটির সভাপতি প্রভাস কুমার বলেন, সরকারি গাছ কাটা অপরাধ। তারা কোন শক্তির বলে গাছ কেটেছে এটা আমার বোধগম্য নয়।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের খুলনা ডিভিশন ১ এর উপ-সহকারী কর্মকর্তা মো : নজরুল ইসলাম বলেন, সরকারি রাস্তার গাছ কাটা দন্ডনীয় অপরাধ। তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিস্তারিত আসছে —-! চোখ রাখুন দৈনিক বিডি নিউজের পর্দায়।















