সর্বশেষ:

oti-bristyr-fole-jolaboddota-dekha-diyeche

ডুমুরিয়া উপজেলায় অতিবৃষ্টিতে ফসলের জমিসহ মানুষের বসত বাড়িতে জলবদ্ধতা দেখা দিয়েছে

oti-bristyr-fole-jolaboddota-dekha-diyeche
Facebook
Twitter
LinkedIn

ডুমুরিয়া প্রতিনিধি: 

প্রায় দুই মাস এ জলাবদ্ধতার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জলবদ্ধ নিরসনের দাবিতে গত কাল বুধবার দুপুরে বাংলাদেশ জামায়াত ইসলামী ডুমুরিয়া শাখার আহবানে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

খুলনা সাতক্ষীরা মহাসড়কে ডুমরিয়া বাস স্ট্যান্ডে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াত ইসলামের খুলনা জেলা শাখার সেক্রেটারি মিয়া গোলাম কুদ্দুস, ডুমুরিয়া থানাউত্তর ও দক্ষিণ শাখার আমির মাওলানা মোক্তার হোসেন ও গাজী সাইফুল্লাহ, কর্ম সম্পাদক সদস্য মাস্টার সিরাজুল ইসলাম সহ মাওলানা হাবিবুর রহমান উপজেলা শাখা সেক্রেটারি, এছাড়া বি এম আলমগীর শেখ মুসলিম উদ্দিন হাফেজ আবু বক্কার সিদ্দিক মোস্তাক চৌধুরী মাহমুদুল আলম আব্দুল গনি খান আব্দুল হান্নান মইনুদ্দিন জাহিদুল ইসলাম ইয়াসিন ওইদুল ইসলাম খান ও আলমগীর হোসেন বক্তব্য রাখেন। বক্তারা বলেন অবিলম্বে বিদ্যুৎ চালিত শেষ পাম্প,বিভিন্ন খাল ও নদী খনন করে আজ পানি নিষ্কাশন করে আগামী বড় মৌসুমের জন্য ব্যবস্থা গ্রহণের দাবী জানান। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে খুলনা জেলা প্রশাসকের কাছে এক শাহরুখ লিপি প্রেরণ করা হয়।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana