সর্বশেষ:

jomi dokhol niye marpit

পাইকগাছায় বসতভিটা জায়গা জমি দখল নিয়ে মারপিটে গুরুত্ব আহত -৩

jomi dokhol niye marpit
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি

খুলনার পাইকগাছার পল্লীতে বসতভিটা জায়গা জমি নিয়ে প্রতিপক্ষ দ্বারা বেধড়ক মারপিট রক্তাক্ত জখমের ঘটনা ঘটেছে । আহতরা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

প্রাপ্ত অভিযোগে জানাযায়, উপজেলার লস্কর ইউনিয়নের খড়িয়া গ্রামে আলেক আলী সানা শরীকের ভিটাবাড়ী জায়গা জমি নিয়ে দীর্ঘদিন একই গ্রামে রাজ্জাক সানা গংদের সাথে বিরোধ চলে আসছে। এ বিষয় নিয়ে উভয় পক্ষ নিয়ে একাধিক বার স্থানীয় গন্যমান্য ব্যাক্তিরা মিমাংসার জন্য বৈঠক করে বিরোধ সমাধানের চেষ্টা করেছে। গত ১৫ মে উক্ত জমি জমা বিষয় নিয়ে সমাধানের লক্ষে উভয় পক্ষ থানায় অভিযোগ করেন।পাইকগাছা থানার এস আই হাফিজুর রহমান ও গৌতম মন্ডল উভয় পক্ষ কে ডেকে উক্ত জমি আমিন দ্বারা মেপে সমাধানের ব্যবস্থার গ্রহনের সিদ্ধান্ত হয়। সে মোতাবেক গত শনিবার উভয় পক্ষ আমিন দিয়ে জমি মেপে সীমানা নির্ধারণ চলমান থাকে। সোমবার সকালে আলেক আলী সানা তার ভিটা বাড়ি জমিতে নিজেরা কাজ করতে থাকলে প্রতিপক্ষ রাজ্জাক সানার ছেলেরা রাশেদ সানা, শহীদ সানা, রায়হান সানা সহ ৬/৭ জন মিলে মৃতঃ রুস্তম আলী সানার ছেলে আলেক আলী সানা (৬৫ ) মৃতঃ আদেল উদ্দীন সানার ছেলে রবিউল ইসলাম রবি ( ৩৬) ও আলেক আলী সানার ছেলে সাইদুর ( ৩০) কে বেধড়ক মারপিট করে রক্তাক্ত জখম করে। স্থানীয় লোকজন আহতদেরকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। আহতদের পরিবার জানান আমরা আইনগত পদক্ষেপ নিব। প্রতিপক্ষ শহীদ সানা বলেন আমাদের জমিতে জোরপূর্বক দখল করলে আমরা বাধা দিলে উভয়ের মধ্য মারামারি ঘটনা ঘটেছে।

লস্কর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন উভয় পক্ষ জমিজমা নিয়ে বিরোধ আছে, সমাধানের জন্য আমি সহ ইতিপূর্বে সম্মানিত ব্যাক্তিরা চেষ্টা করেছেন। মারামারি ঘটনাটি দুঃজনক, আহতদের হাসপাতালে দেখতে গিয়েছিলাম, উভয় পক্ষ চিকিৎসাধীন আছেন।

পাইকগাছা থানা ওসি (ভারপ্রাপ্ত) মোঃইদ্রীসুর রহমান বলেন মারামারির ঘটনা শুনেছি তবে কোন পক্ষ অভিযোগ করে নাই,অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana