
মো: হাছিব সরদার, মোংলা (বাগেরহাট) সংবাদদাতা:
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ-মাহফিল, দোয়া এবং ৩ হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। উপজেলা বিএনপির আয়োজনে সোমবার বিকেলে মিঠাখালী বাজারে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের মোংলা-রামপাল-ফকিরহাট সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী ও বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
দোয়া অনুষ্ঠানে লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, আমাদের অভিভাবক প্রাণপ্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে ভীষণ অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার দ্রুত সুস্থতা কামনায় উপজেলা বিএনপি এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে। এ অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেছেন। আমরা সবাই মিলে তার জন্য দোয়া করছি, আল্লাহ যেন দোয়া কবুল করে তাকে পুরোপুরি সুস্থতা দান করেন। তিনি যেন সুস্থ হয়ে দলের হাল ধরে আমাদের পরিচালনা করতে পারেন। তিনি আরো বলেন, শুধু মুসলিম নয়, সকল ধর্ম, বর্ণের মানুষই তার জন্য দোয়া করছেন। দোয়া করছেন অন্যান্য সকল রাজনৈতিক দলগুলোও। কারণ তিনি রাজনীতিতে গণতন্ত্রের রক্ষাকবচ ও আপসহীন এক অনন্য মহীয়সী নারী, তার বিকল্প তিনিই।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, বিএনপি নেতা আবু তালেব হাওলাদার, শেখ রুস্তুম আলী, শেখ শাহআলম, বাবুল হোসেন রনি, এম সাইফুল ইসলাম, এম,এ কাশেম, খোরশেদ আলম, বাবলু ভূইয়া, আঃ সালাম ব্যাপারী ও উপজেলা মহিলা দলের নেত্রী কমলা বেগম।















