সর্বশেষ:

vumi officer serveyer ibrahim ke bodli kora hoyeche

দুর্নীতিবাজ বটিয়াঘাটা ভূমি অফিসের সার্ভেয়ার ইব্রাহিমকে বদলি করা হয়েছে

vumi officer serveyer ibrahim ke bodli kora hoyeche
Facebook
Twitter
LinkedIn

তুরান হোসেন রানা :

অবশেষে দুর্নীতিবাজ খুলনা বটিয়াঘাটা ভূমি অফিসের সার্ভেয়ার মো: ইব্রাহিম কে বদলি করা হয়েছে। ১৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখ খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের এক অফিস আদেশে তাকে বটিয়াঘাটা ভূমি অফিস থেকে বদলী করে খুলনা সংযুক্ত এল এ শাখা, জেলা প্রশাসকের কার্যালয় নড়াইল এ বদলী করা হয়।

vumi officer ibrahom er bodli

সার্ভেয়ার মো: ইব্রাহিম বটিয়াঘাটা ভূমি অফিসে যোগদানের পর থেকে তার দৌরাত্ব ও ঘুষ বাণিজ্য ব্যাপকভাবে বৃদ্ধি পায়। তথ্য অনুসন্ধানে জানা যায়, সার্ভেয়ার মো: ইব্রাহিম হোসেন বটিয়াঘাটা ভূমি অফিসে যোগদানের পরে স্বল্প বেতনের চাকরি করলেও সে খুলনায় সোনাডাঙ্গা আবাসিক ২ নং ফেজে বিলাসবহুল ফ্ল্যাটে ভাড়া থাকেন। যার মাসিক ভাড়া প্রায় ৩৫ হাজার টাকা।অনুসন্ধানে আরও জানা যায়, সার্ভেয়ার মো: ইব্রাহিম বটিয়াঘাটা ভূমি অফিসে যোগদানের পরে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে একাধিক জনশ্রুতি রয়েছে। যা টক অফ দা বটিয়াঘাটা চায়ের দোকানে দোকানে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এরই পরিপ্রেক্ষিতে খুলনা বিভাগীয় কমিশনার অফিসেের সিনিয়র সহকারী কমিশনার মো: আব্দুল মালেক যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারীকৃত এ আদেশ প্রদান করেন। এ বিষয়ে ইব্রাহিম বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয়। আমি কোন ফ্লাট বাড়িতে বাসা ভাড়া করে থাকি না। ঘুষ, দুর্নীতি, গাড়ি চুরির সঙ্গে আমার কোন সত্যতা নেই।

 

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana