সর্বশেষ:

dumuriyay motso soptaho udhvodon

বর্ণাঢ্য আয়োজনে ডুমুরিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

dumuriyay motso soptaho udhvodon
Facebook
Twitter
LinkedIn

জি,এম,আব্দুস ছালাম।

খুলনা ডুমুরিয়া উপজেলায় মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মৎস্য সপ্তাহ উদ্বোধন করা হয়। গতকাল সোমবার সকাল দশটায় উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মুহম্মদ আল- আমিন ফেস্টুন উড়িয়েমৎস্য সপ্তাহের উদ্বোধন করেন। এরপরএকটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন শেষে শহিদ জোবায়েদ আলী মিলনায়তনে গিয়ে শেষ হয়।

dumuriyay motso soptaho udhvodon

শোভাযাত্রায় উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সুধীমণ্ডলীএবং বিভিন্ন ইউনিয়নের মৎস্য চাষী গন অংশগ্রহণ করেন।
শোভাযাত্রা শেষে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে সিনিয়ার মৎস্য কর্মকর্তা সোহেল মোঃজিল্লুর রহমান রিগান এর সভাপতিত্বে আলোচনা সভা ও সকল মৎস্য চাষীদের ক্রেস্ট প্রদান করা হয় ।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মুহম্মদ আল- আমিন। এসময় উপস্থিত ছিলেন ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা, শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, রিসোর্স ইন্সট্রাক্টর মনিরুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল কামরুজ্জামান প্রমুখ।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana