সর্বশেষ:

paikgachay dakhil porikkhay odhikhangsoi fail

পাইকগাছায় দাখিল পরীক্ষায় ১৯ জন অংশগ্রহণ করে ১৫ জন ফেল

paikgachay dakhil porikkhay odhikhangsoi fail
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি

চলতি বছরের এসএসসি সমমান পরীক্ষার প্রকাশিত ফলাফলে বাংলাদেশ শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষায় খুলনা জেলার পাইকগাছা উপজেলায় একটি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে ১৯ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে তার মধ্যে ১৫ জন অকৃতকার্য(ফেল) করেছেন।

জানা যায়, ২০২৫ সালের এপ্রিল মাসের ১০ তারিখে এসএসসি সমমান দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত দাখিল পরীক্ষায় খুলনার পাইকগাছায় ঐতিহ্যবাহী রাড়ুলী সিনিয়র আলিম মাদ্রাসা থেকে ১৯ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে। গত ১০ জুলাই বৃহস্পতিবার বিকালে ফলাফল প্রকাশিত হলে সেখানে ১৫ জন কে অকৃতকার্য (ফেল) দেখায়। এর ভিতরে ১৭ জন‌ নিয়মিত এবং ২ জন‌ অনিয়মিত ১৭ জন নিয়মিতর মধ্যে ৩ জন পরিক্ষার্থী পাস করেন আর অনিয়মিত ২ জনের মধ্যে ১ জন পাস করেছেন।

রাড়ুলী সিনিয়র আলিম মাদ্রাসার আইসিটির শিক্ষক মো. ফিরোজ আহমেদ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, এবার দাখিল পরীক্ষায় বেশিরভাগ শিক্ষার্থী গণিত বিষয়ে অকৃতকার্য হয়েছে। কিন্তু এই বছরে এমন ফলাফল হওয়া আসলে দুঃখ জনক।

স্থানীয় রাড়ুলী ইউপি ‘র ৪নং ওয়ার্ড সদস্য স,ম ছহিল উদ্দীন এ প্রতিনিধিকে জানান, আমি এই বিষয়ে জানি না। আপনার কাছে জানতে পারলাম তবে এমন রেজাল্ট আশা করা যায় না।এটা খুব দুঃখ জনক। আমার জানা মতে এ মাদ্রাসায় প্রতিবছরই ভালো রেজাল্ট করে।

এবিষয়ে রাড়ুলী সিনিয়র আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা জিহাদ আলী জানান, এবার দাখিল সমমান পরীক্ষা মোট ১৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে এর ভিতরে ৪ জন পাস করেছে আর ১৫ জন অকৃতকার্য হয়েছে।

অত্র মাদ্রাসার সভাপতি মো. শহিদুল ইসলাম বলেন, এমন খারাপ রেজাল্ট করবে আমরা আশা করিনি কিন্তু কি ভাবে যে এমন রেজাল্ট হলো! উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস শাহজাহান আলী শেখ জানান, ১৯ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে ৪ জন পাস করেছেন আর ১৫ জন ফেল করেছেন। বিষয়টি নিয়ে তদন্ত করা হবে। কেন এত খারাপ রেজাল্ট করেছে।

উক্ত বিষয়ে পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন বলেন, বিষয়টি আমার জানা ছিলো না। আপনার কাছ থেকে জানতে পারলাম। আমি শিক্ষা অফিসার কে বিষয়টি অবগত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলবো। এই মাদ্রাসায় পড়াশোনার মান কেনো ভালো হচ্ছে না।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana