সর্বশেষ:

karigori unnoyon proshikkhon kormoshala onusthito

শাহ সিমেন্টের কারিগরি উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

karigori unnoyon proshikkhon kormoshala onusthito
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি

পাইকগাছায় রাজমিস্ত্রীদের কারিগরি উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্রের অডিটোরিয়ামে এক্সক্লুসিভ ডিলার মরিয়ম ট্রেড কর্পোরেশন এর সহযোগিতায় শাহ সিমেন্ট দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। এক্সক্লুসিভ ডিলার মরিয়ম ট্রেড কর্পোরেশন এর সত্বাধিকারী আলহাজ্ব এসএম ফয়সাল মাহমুদ অপু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহ সিমেন্ট এর রিজিওনাল ম্যানেজার শ্যামল কুমার পাল।

মারিয়া হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ সিমেন্ট এর এরিয়া ম্যানেজার মাহবুবুর রহমান, ব্যবসায়ী আলহাজ্ব মিরাজুল ইসলাম মিরাজ, ডাঃ মুনমুন রহমান, মার্কেটিং অফিসার এডভোকেট এসএম বায়েজিদ হোসেন, প্রকৌশলী তানভীর আহমেদ, সজীব, টেকনিক্যাল ইঞ্জিনিয়ার নিরব কুন্ডু, রাকিব হাসান, মির্জা আহসান উদ্দিন, আব্দুর রাজ্জাক, প্রিয়া ও সিমলা। প্রশিক্ষণ কর্মশালায় অত্র এলাকার শতাধিক রাজমিস্ত্রী অংশগ্রহণ করেন। কর্মশালায় অংশগ্রহণকারী রাজমিস্ত্রীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana