সর্বশেষ:

সম্পত্তি দখলে

ভাইয়ের বিরুদ্ধে অবৈধভাবে সম্পত্তি দখলের অভিযোগ!

সম্পত্তি দখলে
Facebook
Twitter
LinkedIn

বিশেষ প্রতিনিধি :

অবৈধভাবে সম্পত্তি দখলের অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে। ভুক্তভোগী খুলনা টুটপাড়া দিলখোলা এলাকার মোঃ শাহিদ আলী মোড়ল (বাচ্চু) তার নিজস্ব সম্পত্তির উপরে অবস্থিত নিজ বসতবাড়ি জবর দখলকারীদের বিরুদ্ধে খুলনা সিটি কর্পোরেশন ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর বরাবর এক লিখিত অভিযোগ করেন। অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী বাচ্চু প্রবাস জীবনে থাকা অবস্থায় তার নিজ অর্থে নিজস্ব সম্পত্তিতে একটি একতলা ভবন
নির্মান করেন ।

পরে উক্ত ভবনটি শাহিদ আলী মোড়ল (বাচ্চু) দখলে থাকা অবস্থায় তার মাতা গত ২০০৩ সালে ১৭ নং ওসিয়াত নামা দলিল মাধ্যমে তার ভাইদের পৃথক পৃথক দখলীয় চিহ্নিত সম্পত্তি অংশ মোতাবেক লিখে দেন। তার পর থেকে বাচ্চু ওছিয়াতনামা মূলে প্রাপ্ত .০২৬২ একর সম্পত্তি ভোগ দখলে আসছে।

ভুক্তভোগী বাচ্চু বলেন, প্রবাসে থাকার সুযোগে আমার অজ্ঞাতে অসাক্ষাতে আমার ভ্রাতা মোঃ রাহাত আলী মোড়ল (পাচ্চু), পিতা মৃঃ সুরত আলী মোড়ল, সাং- দিলখোলা রোড, টুটপাড়া, খুলনা শহর, থানা ও জেলা-খুলনা এবং তাহার পরী রাফেজা বেগম আমার উক্ত একতলা ভবনে জোরপূর্বক উঠিয়া ভোগ দখল বজায় রাখিয়াছে এবং আমার উক্ত ভবনের অনেকাংশের আকার আকৃতির পরিবর্তন করিয়া ক্ষতি সাধন করেছে।

আমি মাঝেমধ্যে বাংলাদেশে আসিয়া পরিবার পরিজন সহ অন্যত্রে থাকিয়া আমার কর্মস্থল ইতালিতে ফিরে যাই। প্রকাশ থাকে যে,আমার বাংলাদেশে থাকাবস্থায় প্রতি বারই তারা আমার উক্ত একতলা ভবন অবমুক্ত করিয়া দেয়ার জন্য সময় দিয়ে বার বার কালক্ষেপন করিতেছে।

তিনি আরো বলেন, আমার মালিকানাধীন নিম্ন তফশিল বর্ণিত সম্পত্তির উপর আমার মালিকানাধীন ভবন হতে অবৈধ দখলদার উচ্ছেদ পূর্বক সঠিক ন্যায় বিচারের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana