সর্বশেষ:

তারাগঞ্জে কৃষি জমির উপরিভাগ কাটায় কৃষকের অর্থদণ্ড

Facebook
Twitter
LinkedIn

রংপুরের তারাগঞ্জ উপজেলায় কৃষিজমির উর্বর মাটির উপরিভাগ (টপ সয়েল) অবৈধভাবে কেটে নেওয়ার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের কিসামত মেনানগর জুম্মাপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোঃ আরিফুজ্জামান (৩৫) নামে এক ব্যক্তিকে কৃষিজমি থেকে অবৈধভাবে টপ সয়েল কাটার সময় হাতেনাতে আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে কৃষিজমির উর্বর মাটি কেটে অন্যত্র বিক্রি করে আসছিলেন, যা জমির উৎপাদনক্ষমতা নষ্ট করে পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। এ অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোনাব্বর হোসেন। তিনি বলেন, কৃষিজমির টপ সয়েল কাটা সম্পূর্ণ অবৈধ এবং এটি খাদ্য উৎপাদন ও পরিবেশের জন্য ভয়াবহ হুমকি। এ ধরনের অপরাধের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়রা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে অবৈধ মাটি কাটা বন্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana