সর্বশেষ:

siratul huda hafijiya madrasa o etimkhanar uddege alochona

সিরাতুল হুদা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আলোচনা সভা

siratul huda hafijiya madrasa o etimkhanar uddege alochona
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় সিরাতুল হুদা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকালে পাইকগাছার সিরাতুল হুদা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় অত্র ট্রাস্টের চেয়ারম্যান

(অবঃ) মেজর মো. মেজবাহুল ইসলাম এর সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মো. ইকবাল হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর গোলাম সরোয়ার, চেয়ারম্যান,দারুল খিদমাহ ওয়াল ফালাহ, যুক্তরাজ্য,পরিচালক, মুসলিম এডুকেশনাল, লন্ডন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ শাহ মুহাম্মদ রুহুল কুদ্দুস, সাবেক এমপি খুলনা-৬

এস,এম শামশির,লেকচারার, মেলবোর্ন ইনস্টিটিউট এন্ড অস্ট্রেলিয়ান টেকনিক্যাল ম্যানেজমেন্ট কলেজ, অস্ট্রেলিয়া,মিসেস ফিরোজা সারওয়ার,ট্রেজারার, দারুল খিদমাহ ওয়াল ফালাহ,যুক্তরাজ্য। মিসেস জুলেখা তাসমিন, সাবেক সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট (বিসিএস প্রশাসন- ৯ম ব্যাচ) অস্ট্রেলিয়া প্রবাসী। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোহাম্মদ হেদায়েত উল্লাহ, অর্থনীতিবিদ ও জলবায়ু গবেষক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মাওলানা গোলাম সারোয়ার, কাজী তামজীদ আলম, অ্যাডভোকেট আব্দুল মজিদ, ডাঃ মো. সাইফুল ইসলাম, মো. রুহুল কুদ্দুস সহ স্থানীয় বাংলাদেশ জামায়াতে ইসলামী বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana