সর্বশেষ:

nobojagoron jubo songher ayojone shitbostro bitoron

কয়রায় নবজাগরণ যুব সংঘের আয়োজনে শীতবস্ত্র বিতরণ

nobojagoron jubo songher ayojone shitbostro bitoron
Facebook
Twitter
LinkedIn

শাহিদুল ইসলাম কয়রা উপজেলা প্রতিনিধি

শীতের শুরুতে শীতার্ত দরিদ্র ও অসহায় মানুষ পেয়েছে নবজাগরণ যুব সংঘের উষ্ণতার ছোঁয়া। শীতবস্ত্র বিতরণ ও সামজিক কার্যক্রমের অংশ হিসেবে এই শীতের শতাধিক শীতবস্ত্র বিতরণ করেছে বেসরকারি অরাজনৈতিক এই সংগঠনটি শীতবস্ত্র বিতরণে মানুষকে উদ্বুদ্ধ করা হয়েছে।

খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নে নবজাগরণ যুব সংঘের আয়োজনে গরীব অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শনিবার সকালে অন্তাবুনিয়া বাজারের ইউনিয়ন পরিষদের মাঠে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে মোঃ হুমায়ুন কবিরের সন্চালনায় মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা নিবাহি কর্মকর্তা রুলী বিশ্বাস। নবজাগরণ যুব সংঘ একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন। ইহা প্রতিষ্ঠার পর থেকে অন্যায় অত্যাচার, জুলুম,মাদক ও দূনীতিমুক্ত সমাজ ন্যায় সাম্য সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে একদল যুবক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন আলহাজ্ব মাওঃ হাজী দীন মোহাম্মাদ সদস্য আবু মুছা, সদস্য মামুনুর রহমান, ওয়েজকুরনী, আসাদুজ্জামান প্রমুখ।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana