সর্বশেষ:

khulna jela bnp komitike sagoto janiye anondo michil

খুলনা জেলা বিএনপির কমিটিকে স্বাগত জানিয়ে কয়রায আনন্দ মিছিল

khulna jela bnp komitike sagoto janiye anondo michil
Facebook
Twitter
LinkedIn

শাহিদুল ইসলাম কয়রা(খুলনা)প্রতিনিধিঃ

খুলনা জেলা বিএনপির নব গঠিত কমিটির সব নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে । গতকাল শুক্রবার বিকাল ৪ টায় কয়রা উপজেলা বিএনপি এই আনন্দ মিছিলের আয়োজন করে। উপজেলা বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মিদের উপস্থিতিতে সদরে এই আনন্দ মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক এম এ হাসান, আলহাজ্ব মনিরুজ্জামান বেল্টু, আলহাজ্ব আবু সাঈদ বিশ্বাস বিএনপি নেতা শেখ সালাহউদ্দিন লিটন, এফ এম মনিরুজ্জামান মনি, মোহাঃ হুমায়ুন কবির, শহিদুল্যাহ শাহিন, আবুল বাসার ডাবলু, মঞ্জুর মোর্শেদ, মোল্যা ইয়াকুব আলী, নুর মোহাম্মদ জমিদার, মুনছুর আলী, উপজেলা কৃষক দলের আহবায়ক এস এম গোলাম রসুল, সদস্য সচিব আবু সাইদ মালী,যুবদল নেতা ইসানুর রহমান, আকবর হোসেন, ইউনুস আলী, আনারুল ইসলাম ডাবলু, আছাদুল ইসলাম , মিজানুর রহমান লিটন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল ইসলাম খোকা , সদস্য সচিব ডিএম হেলাল উদ্দিন, রবিউল ইসলাম, ,ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্যাহ সবুজ, সদস্য সচিব মাহমুদ হাসান প্রমুখ। মিছিল শেষে মিষ্টি বিতরন করা হয়।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana