সর্বশেষ:

dengu protirodh koroniyo shirsok seminar

বটিয়াঘাটায় ডেঙ্গু প্রতিরোধে করণীয় শীর্ষক সেমিনার

dengu protirodh koroniyo shirsok seminar
Facebook
Twitter
LinkedIn

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধিঃ

খুলনার বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টায় স্থানীয় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন, খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার ।

প্রধান অতিথি বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার বলেন, আমাদের পরিবারের আশেপাশে ডেঙ্গু মশা বংশ বিস্তার করতে পারে যেমন, অপ্রয়োজনীয় বিভিন্ন ধরনের পাত্র, ফুলের টব,পরিত্যক্ত বিভিন্ন যানবাহনের টায়ার ইত্যাদিতে পানি জমতে দেয়া যাবে না । এব্যাপারে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের পাশাপাশি সমাজের সচেতন মানুষদের-কে অগ্ৰণী ভূমিকা পালন করতে হবে । উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু জ্বরের রোগীদের জন্য আলাদা বেডরুমের ব্যবস্থা গ্রহণ করতে হবে । উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ শোয়েব শাত-ঈল ইভান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দিপংকর, থানা অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা খায়রুল বাশার, বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ অভিজিৎ মল্লিক। সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ তরিকুল ইসলাম, কৃষি অফিসার কৃষিবিদ আবু বকর সিদ্দিক, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম সুলতান, প্রকৌশলী গৌতম কুমার মন্ডল, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বাদল চন্দ্র বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীবৃন্দ । অতিথিবৃন্দ অনুষ্ঠান শেষে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana