সর্বশেষ:

batiaghata leaders ngo er ayojone diginity samogri bitoron

বটিয়াঘাটায় লিডার্স এনজিওর আয়োজনে ডিগনিটি সামগ্রী বিতরণ

batiaghata leaders ngo er ayojone diginity samogri bitoron
Facebook
Twitter
LinkedIn

এইচ এম সাগর (হিরামন) খুলনা :

বটিয়াঘাটায় লিডার্স এনজিও আয়োজিত ডিগনিটি সামগ্রী বিতরণ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।

বুধবার ১১ ডিসেম্বর ২০২৪, দুপর ১২ টায় উপজেলা সুরখালী ইউনিয়নে ভগবতিপুর হরি মন্দির মাঠ প্রাঙ্গনে সুরখালী ইউনিয়ন সচিব ধীমান মল্লিকের সভাপতিত্বে ও প্রজেক্ট অফিসার সুপ্তি বিশ্বাস এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, বটিয়াঘাটা জনস্বাস্থ্য প্রকৌশলী রুনা আক্তার সুমি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, ইউপি সদস্য আবুল কালাম হাওলাদার, বটিয়াঘাটা প্রেসক্লাবের সদস্য সচিব মহিদুল ইসলাম শাহীন, যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম, হিরামন মন্ডল সাগর।

leaders ngo er ayojone diginity samogri bitoron

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাকারিয়া হোসেন, বিদ্যুৎ কুমার মন্ডল, শুশান্ত কুমার নাথ, নিলুফা ইয়াসমিন, সুমন মাঝি প্রমুখ। এসময় ২৫০ জন মহিলাদের মাঝে ডিগনিটি সামগ্রী বিতরণ করা হয়।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana