সর্বশেষ:

noraile arafat rahman srity songsoder purnango jela komity ghoshona

নড়াইলে আরাফাত রহমান স্মৃতি সংসদের পূর্নাঙ্গ জেলা কমিটি ঘোষনা

noraile arafat rahman srity songsoder purnango jela komity ghoshona
Facebook
Twitter
LinkedIn

মোঃ মনিরুজ্জামান চৌধুরী নড়াইল

নড়াইল জেলার ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের উন্নয়নে এক নতুন মাইলফলক হিসেবে “আরাফাত রহমান স্মৃতি সংসদের” নড়াইল জেলা শাখার ৬১ সদস্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

noraile arafat rahman srity songsoder purnango jela komity ghoshonaa

এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নড়াইল জেলা বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও উপদেষ্টা জনাব তবিবুর রহমান (মনু জুমাদ্দার)-এর পুত্র, চিত্রনায়ক তানভীর তনু, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক ফাস্ট বোলার ডলার মাহমুদ ইবনে মনির,সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন কালিয়া উপজেলার বারবার নির্বাচিত সফল চেয়ারম্যান নড়াগাতী থানার বড়দিয়ার কৃতি সন্তান মরহুম মুন্সী লাল মিয়া সাহেবের কনিষ্ঠ পুত্র ও ছাত্রনেতা মুন্সী আসাবুর রহমান আরাফাত, আরাফাত রহমান স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব আলমগীর হোসেন এবং সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রাহি এই কমিটির অনুমোদন দিয়েছেন, নতুন নেতৃত্বের দায়িত্বপ্রাপ্তদের প্রতি অভিনন্দন জানিয়েছেন সংগঠনের সদস্যরা, চিত্রনায়ক তানভীর তনু, জাতীয় দলের পেস বলার ডলার মাহমুদ এবং মুন্সী আসাবুর রহমান আরাফাতের নেতৃত্বে নড়াইলের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গন নতুন উচ্চতায় পৌঁছাবে বলে সবাই আশাবাদী, এই কমিটির মূল লক্ষ্য নড়াইলের যুবসমাজকে ক্রীড়া ও সংস্কৃতির মাধ্যমে উৎসাহিত করা এবং সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নতুন উদ্দীপনা সৃষ্টি করা,নড়াইল জেলার সর্বস্তরের মানুষ নতুন নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং আশা করেছেন যে এই কমিটি নড়াইলের ক্রীড়া ও সাংস্কৃতিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

নব নেতৃত্বের মাধ্যমে নড়াইলের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana