সর্বশেষ:

kopilmoni colleger adhok komito gothon

ইউএনও সভাপতি ও সাংবাদিক পত্নী সদস্য পাইকগাছার কপিলমুনি কলেজের এডহক কমিটি গঠন

kopilmoni colleger adhok komito gothon
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছার ঐতিহ্যবাহী কপিলমুনি কলেজের কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার লক্ষ্যে এডহক কমিটি গঠন করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কর্তৃক মনোনীত উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীনকে সভাপতি এবং সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম মুস্তাফিজুর রহমান পারভেজের সহধর্মীনি সাবরিনা শরমীন আজমীকে (স্বর্ণা) সদস্য করে ৫ সদস্যের এডহক কমিটি গঠন করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অনুমোদনক্রমে কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত পত্রে বিষয়টি জানানো হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার সদস্য সচিব, সভাপতি কর্তৃক মনোনীত প্রতিষ্ঠাতা ১ জন/ প্রতিষ্ঠাতা সদস্য না থাকলে দাতা ও হিতৈষীদের মধ্য থেকে একজন সদস্য। এছাড়া কলেজের প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে শিক্ষকদের মধ্য থেকে নির্বাচিত একজন সদস্য হবেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana