সর্বশেষ:

protip[okkher biruddhe palta songbad sommelon

পাইকগাছায় প্রতিপক্ষের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন

protip[okkher biruddhe palta songbad sommelon
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় জলমহল ও মৎস্য লীজ ঘের নিয়ে হয়রানি মূলক সংবাদ সম্মেলনের প্রতিবাদে প্রতিপক্ষ সামরুল মোল্লার বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী সেলিম জাহাঙ্গীর। উপজেলার লতার আবু বক্কর মোড়লের ছেলে সেলিম জাহাঙ্গীর রোববার সকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযোগ করে বলেন লস্কর ইউনিয়নের আলমতলা লক্ষীখোলা মৌজায় লক্ষীখোলা গ্রামের রজত সানা, মিনারুল সানা, হোসেন গাইন, আজিজুল সানা, ও ইছার গাইন সহ বন্দোবস্ত প্রাপ্ত ২২ জন ভূমিহীন কৃষকের সাথে ডিডমূলে শান্তিপূর্ণ ভাবে মৎস্য লীজ ঘের পরিচালনা করে আসছি।

এর আগে আওয়ামী লীগ নেতার ছেলে সামরুল মোল্লা পেশিশক্তি বলে বন্দোবস্ত প্রাপ্তদের বিতাড়িত করে জোরপূর্বক দখল করে আসছিল। জমি উদ্ধারে এবং অবৈধ দখল কারীকে উচ্ছেদ করতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করে। আবেদনের পরিপ্রেক্ষিতে সহকারী কমিশনার ভূমি সরেজমিন তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করেছেন। ইতোমধ্যে বন্দোবস্ত প্রাপ্ত জমি বর্তমান জরিপে বন্দোবস্ত প্রাপ্তদের নামে গেজেট আকারে প্রকাশ হয়েছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে প্রতিপক্ষ সামরুল এলাকা ছেড়ে পালিয়ে যায়। এই সময়ে বন্দোবস্ত কৃত জমির মালিকরা আমার নামে ডিড করে দিলে আমি তাদের সাথে শান্তিপূর্ণ ভাবে মৎস্য লীজ ঘের করি।

প্রতিপক্ষ সামরুল দখল চেষ্টা ও শালিসি বৈঠকে ব্যর্থ হয়ে উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আসলাম পারভেজ ও উপজেলা যুবদলের সদস্য সচিব ইমরান সরদার কে জড়িয়ে মিথ্যা ও হয়রানি মূলক সংবাদ সম্মেলন করে প্রকৃত সত্য আড়াল করে অপপ্রচার ও বিভ্রান্ত করছে। অথচ ভূমিহীন দের সম্পত্তিতে তাদের কোন সম্পৃক্ততা নেই। ভুক্তভোগী সেলিম জাহাঙ্গীর সংবাদ সম্মেলনের মাধ্যমে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এসময় রনিউজ্জামান উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana