সর্বশেষ:

বগুলার চক মাধ্যমিক বিদ্যালয়ে

পাইকগাছায় বগুলার চক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

বগুলার চক মাধ্যমিক বিদ্যালয়ে
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছায় বগুলার চক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ ; বিভিন্ন দাবি মেনে নেওয়ায় পদত্যাগ থেকে রক্ষা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছার বগুলার চক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বঙ্কিম চন্দ্র সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা রোববার সকালে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করে প্রধান শিক্ষকের পদত্যাগ সহ বিভিন্ন দাবি তুলে ধরেন। পরে শিক্ষার্থীদের বিভিন্ন দাবি মেনে নেওয়ায় পদত্যাগ করা থেকে রক্ষা পান প্রধান শিক্ষক। উল্লেখ্য উপজেলার ঐতিহ্যবাহী এ বিদ্যাপীঠটি বর্তমানে নানা সমস্যায় জর্জরিত। ২০১৮ সালের পর হতে অত্র বিদ্যালয়ে কোন ম্যানেজিং কমিটি নাই। এই সময়ের মধ্যে ৩ বার নির্বাচন হলেও কোরাম সংকট সহ বিভিন্ন পক্ষের কঠোর অবস্থানের কারণে কমিটি গঠন করা সম্ভব হয়নি।

এর মধ্যে ৫ বার এডহক কমিটি গঠন ও করা হয়েছে। নিয়মিত ম্যানেজিং কমিটি না থাকায় প্রধান শিক্ষক বঙ্কিম চন্দ্র সরকার অনেকটাই নিজের ইচ্ছে মতো বিদ্যালয় পরিচালনা করেন। এতে বিদ্যালয়ের উন্নয়ন ব্যহত হওয়ার পাশাপাশি বিভিন্ন সমস্যা, সংকট ও অনিয়মে পরিণত হয় শিক্ষা প্রতিষ্ঠানটি। এ কারণে বিদ্যালয়ের শিক্ষকরা অনেকেই লাঞ্ছিত ও বঞ্চনার শিকার হন। এর পাশাপাশি বিদ্যালয়ে প্রয়োজনীয় ফ্যান, বাথরুম এবং খাওয়ার পানির কোন ব্যবস্থা না থাকায় শিক্ষক অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা ক্ষোভ তৈরি হয়। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পরিবর্তনের পর রোববার থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণা দেন সরকার। সরকারের ঘোষণা অনুযায়ী রোববার যথাসময়ে স্কুলে হাজির হন উপজেলার গড়ইখালী ইউনিয়নের ঐতিহ্যবাহী বগুলার চক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী।

শিক্ষার্থীরা হাজির হলেও তারা ক্লাস বর্জন করে প্রধান শিক্ষকের পদত্যাগ সহ বিভিন্ন দাবি সম্বলিত প্লা কার্ড নিয়ে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করে। এসময় প্রধান শিক্ষক শিক্ষার্থীদের নিবৃত্ত করার চেষ্টা করলে ক্ষুব্ধ শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন তিনি। পরে বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর মধ্যস্ততায় দীর্ঘ আলোচনান্তে বিদ্যালয়ের সকল অনিয়ম দুর্নীতি বৈষম্য দুর করা, ছাত্র শিক্ষকদের মতামতের ভিত্তিতে সকল কার্যক্রম পরিচালনা করা, নিয়মিত পাঠদানের ব্যবস্থা করা, ছাত্র ছাত্রীর সংখ্যা বৃদ্ধি করা, লেখা পড়ার অনুকূল পরিবেশ তৈরি করা, বিতর্কিত ব্যক্তিদের সাথে সংশ্লিষ্ট না থাকা,

ম্যানেজিং কমিটির নির্বাচন না হওয়া পর্যন্ত সকলের সমন্বয়ে নতুন এডহক কমিটি গঠন সহ শিক্ষার্থীদের দাবি দ্রুত বাস্তবায়ন করা হবে এমন লিখিত অঙ্গিকার করার মাধ্যমে পদত্যাগ করা থেকে রক্ষা পান প্রধান শিক্ষক বঙ্কিম চন্দ্র সরকার। এসময় অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর সভাপতি রাশেদুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক লাইচ হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী এনামুল হক, বিদ্যালয়ের শিক্ষার্থী নাফছিন জহিফা, জাকারিয়া, মোহনা হাসান, জুবায়ের, শামীমা, শামী, মায়েশা, শিমু, তাহমিনা সহ বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana