সর্বশেষ:

sohojogitay bachte chay din mojur abdur rahim

কয়রার দিনমজুর আঃ রহিম সবার সহযোগিতায় বাঁচতে চায়

sohojogitay bachte chay din mojur abdur rahim
Facebook
Twitter
LinkedIn

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ

কয়রা উপজেলার বাশখালী গ্রামের মৃত্যু নুর গাজীর পুত্র আঃ রহিম (৩০) অসহায় ১ জন দীন মজুরী। অন্যর মৎস্য ঘেরের কর্মচারী হিসাবে কাজ করতো। সেই ঘেরের মাছ মটর সাইকেল যোগে আড়তে বিক্রি করতে যাওয়ার পথে ঘাতক এক ইটের ট্রলি মোটর সাইকেলে আঘাত করে। মুহুর্তে সেখানে আঃ রহিম পড়ে গেলে তার মাথায় ট্রলির ধাক্কা দেয়। ঘটনাস্থল হতে স্থানীয়রা তাকে মারাত্মক অসুস্থ অবস্থায় উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

মারাত্মক অবস্থা দেখে হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য খুলনা নিয়ে যাওয়ার পরামর্শ দেন। তাৎক্ষণিক সেখান থেকে তার স্বজনরা খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা চালায়। তবে অনেক ব্যায় বহুল চিকিৎসা সেবা আর তাকে না দিতে পারায় বাড়ীতে নিয়ে আসা হয়। বর্তমানে বাড়িতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আঃ রহিম। তিনি তার চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন। অসহায় আঃ রহিমের সহায় সম্বল বলতে কিছুই নেই । ২ ছেলে স্ত্রী নিয়ে যা আয় হতো তাই দিয়ে চলতো তার সংসার। হঠাৎ এক সড়ক দুর্ঘটনায় তার সব স্বপ্ন শেষ হয়ে যায়। কোন রকম চিকিৎসা নিয়ে বেঁচে থাকলেও তাকে সুস্থ হতে অনেক দেরি। বর্তমানে চিকিৎসা সেবা চললেও ওষুধ কেনা সমর্থন তার নেই। নিজের অসুস্থতা কাটিয়ে উঠতে আঃ রহিম দানশীল ব্যক্তিদের কাছে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চাইছেন। তার স্ত্রী নাছিমা খাতুন বলেন আমার স্বামী গত ১২ জানুয়ারী কয়রা উপজেলার ইসলামপুর মোড়ে ট্রলির সাথে সড়ক দুর্ঘটনায় মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। তার মাথায় ব্যাপক আঘাত করে। হাসপাতালে তার মাথার অপারেশন করা হয়েছে। মাথা হতে ৭ টুকরা হাড় বের করা হয়েছে। এখনও পনের পার্সেন্ট ড্যামেজ। নড়াচড়া করার সর্মথন নেই তার। মাথার খুলি উল্টে ফেলানো হয়। চিকিৎসা চালাতে গিয়ে আমার পরিবার আজ নিঃস্ব হয়ে গেছে। আমার স্বামীর চিকিৎসা চালাতে আমি সকলের সহযোগিতা চাই। সে আবারও আপনাদের সহযোগিতায় সুস্থ জীবনে ফিরতে চাই। হাসপাতালের চিকিৎসকরা বলেছে তাকে সুস্থ করতে অনেক টাকা লাগবে।

টাকা জোগাড় করতে না পারায় আমার স্বামীকে চিকিৎসা না করিয়ে বাড়ি ফিরে আনতে বাধ্য হই। তার নিকট আত্বীয় ও এলাকাবাসী বিভিন্ন জায়গায় সহযোগিতা চেয়ে তার চিকিৎসা চালাচ্ছে। সেটিও আর ফলাফল পাচ্ছে না। দিন দিন তার অবস্থা খুবই সংকটাপন্ন। তাকে বাঁচাতে হলে মোটা অংকের টাকা দরকার। কোনও হৃদয়বান ব্যক্তি, কিংবা কোনও প্রতিষ্ঠান যদি আঃ রহিমকে আর্থিক সহায়তা করতে চান, তাহলে তার এই মোবাইল নম্বরে বিকাশ করতে পারেন-০১৯৪১২৮০১৩৭।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana