সর্বশেষ:

pakhi-songrokkhone-mathsova-o-gache-gache-pakhir-basha-esthapon

পাইকগাছায় পাখি সংরক্ষণে মাঠসভা ও গাছে গাছে পাখির বাসা স্থাপন

pakhi-songrokkhone-mathsova-o-gache-gache-pakhir-basha-esthapon
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় পাখি সংরক্ষণে গণসচেতনতামূলক মাঠসভা ও গাছে পাখির বাসা স্থাপন করা হয়েছে।

শনিবার সকালে উপজেলার নতুন বাজার এলাকায় গাছে গাছে পাখির বাসা স্থাপন ও পাখি সংরক্ষণে গণসচেতনতা বাড়ানোর লক্ষ্যে পাখি শিকার রোধে উদ্বুদ্ধকরণ মাঠসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন বনবিবি’র উদ্যেগে পাখি বাসার জন্য গাছে মাটির পাত্র স্থাপন ও সচেতনতামূলক মাঠ সভায় সভাপতিত্ব করেন, বনবিবি’র সভাপতি সাংবাদিক ও লেখক প্রকাশ ঘোষ বিধান। মাঠসভায় প্রধান অতিথি ছিলেন, অ্যাডভোকেট শফিকুল ইসলাম কচি। বিশেষ অতিথি ছিলেন, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি মাধুরী সাধু, কবি রোজি সিদ্দিকী।

এসময় উপস্থিত ছিলেন, লিনজা আক্তার মিথিলা, লাবিবা তাবাজুম লুবনা, ব্যবসায়ী গৌতম ভদ্র, পরিবেশ কর্মি কার্তিক বাছাড়, সমিরণ সরকার, শাহিনুর রহমান, গনেশ দাস প্রমুখ। এরপর ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়, বাজার খোলা, বোয়ালিয়া মোড় এলাকার বিভিন্ন গাছে পাখির বাসা স্থাপন করা হয়।

উল্লেখ্য, পাখি বাঁচাও, প্রকৃতি বাঁচাও এ শ্লোগানকে সামনে রেখে পাখির নিরাপদ আবাসস্থল নিশ্চিতের লক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করছে। ২০১৬ সাল থেকে বনবিবি উপজেলায় এ পর্যন্ত প্রায় ২৫শত পাখির বাসা গাছে গাছে স্থাপন করেছে। তাছাড়া পাখির অভয়ারণ্য তৈরির লক্ষে পাখির সুরক্ষা, নিরাপদ আবাসস্থল নিশ্চিতের জন্য উপজেলায় বিভিন্ন ইউনিয়নে গাছে গাছে পাখির বাসার জন্য বাশঁ, ঝুড়ি, মাটির পাত্র, সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বুদ্ধকরণ সভা ও বিলবোর্ড স্থাপন কার্যক্রম অব্যহত রয়েছে।

বক্তারা মাঠ সভায় পরিবেশ সুরক্ষায় পাখির নিরাপদ বিচারণক্ষেত্র তৈরি করতে সকলকে সহযোগীতা কামনা করেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana