সর্বশেষ:

নড়াইলের দুই সংসদীয় আসনে ১৫ প্রার্থীর প্রতীক বরাদ্দ

Facebook
Twitter
LinkedIn

মোঃ মনিরুজ্জামান চৌধুরী
নড়াইল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল জেলার দুইটি সংসদীয় আসন—নড়াইল-১ ও নড়াইল-২ এ প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ১৫ জন প্রার্থীকে প্রতীক প্রদান করা হয়।

বুধবার (২১ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত নড়াইলের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ আব্দুস সালাম তাঁর কার্যালয়ে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, নড়াইল-১ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম পেয়েছেন ধানের শীষ প্রতীক। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাওলানা মো. ওবায়দুল্লাহ কায়সার পেয়েছেন দাঁড়িপাল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল আজিজ পেয়েছেন হাতপাখা, জাতীয় পার্টির মো. মিল্টন মোল্যা পেয়েছেন লাঙ্গল প্রতীক।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে অধ্যাপক বি এম নাগিব হোসেন পেয়েছেন কলস, লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) এস. এম. সাজ্জাদ হোসেন পেয়েছেন ফুটবল এবং সুকেশ সাহা আনন্দ পেয়েছেন ঘোড়া প্রতীক।
অন্যদিকে নড়াইল-২ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ পেয়েছেন ধানের শীষ প্রতীক। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আতাউর রহমান বাচ্চু পেয়েছেন দাঁড়িপাল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম পেয়েছেন হাতপাখা, জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ পেয়েছেন লাঙ্গল প্রতীক।

এছাড়া গণঅধিকার পরিষদের (জিওপি) নুর ইসলাম পেয়েছেন ট্রাক, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. শোয়েব আলী পেয়েছেন ছড়ি প্রতীক। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. মনিরুল ইসলাম পেয়েছেন কলস এবং ফরিদা ইয়াসমিন পেয়েছেন জাহাজ প্রতীক।
প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে নড়াইলে নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana