
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ
খুলনার কয়রায় মোবাইল কোটের মাধ্যমে দুইটি ইটভাটা বন্ধ করা হয়েছে। এবং ১ টি চুল্লির মালিককে ১০ হাজার টাকা নগদ জরিমানা করা হয়েছে।মঙ্গলবার (৪মার্চ) হাইকোর্টের নির্দেশ মোতাবেক এসব অবৈধ ইট ভাটা ও চুল্লি বন্ধে অভিযান পরিচালনা করেন কয়রা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, রুলী বিশ্বাস।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, হাইকোর্টের আদেশ প্রতিপালনে ও পরিবেশ সুরক্ষায় অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে কয়রায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় বৈধ কাগজপত্র না থাকায় মোবাইল কোর্টের মাধ্যমে ২ টি ইটভাটা বন্ধ করা হয়। ইটভাটা দুটি হলো উপজেলার জায়গীরমহল গ্রামের সানা ব্রিকস ও ঘুগরাকাটি গ্রামের মেসার্স সোহরাব ব্রিকস। এছাড়া জায়গীরমহল গ্রামের একটি ইটপোড়ানো চুল্লির কার্যক্রম বন্ধ এবং চুল্লির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিএম ইমদাদুল হক সহ ফায়ার সার্ভিস ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।