সর্বশেষ:

mobile coat er maddhome it vata bondho

মোবাইল কোটের মাধ্যমে দুইটি ইটভাটা বন্ধ করা হয়েছে

mobile coat er maddhome it vata bondho
Facebook
Twitter
LinkedIn

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ

খুলনার কয়রায় মোবাইল কোটের মাধ্যমে দুইটি ইটভাটা বন্ধ করা হয়েছে। এবং ১ টি চুল্লির মালিককে ১০ হাজার টাকা নগদ জরিমানা করা হয়েছে।মঙ্গলবার (৪মার্চ) হাইকোর্টের নির্দেশ মোতাবেক এসব অবৈধ ইট ভাটা ও চুল্লি বন্ধে অভিযান পরিচালনা করেন কয়রা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, রুলী বিশ্বাস।

mobile coat er maddhome it vata bondhoo

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, হাইকোর্টের আদেশ প্রতিপালনে ও পরিবেশ সুরক্ষায় অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে কয়রায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় বৈধ কাগজপত্র না থাকায় মোবাইল কোর্টের মাধ্যমে ২ টি ইটভাটা বন্ধ করা হয়। ইটভাটা দুটি হলো উপজেলার জায়গীরমহল গ্রামের সানা ব্রিকস ও ঘুগরাকাটি গ্রামের মেসার্স সোহরাব ব্রিকস। এছাড়া জায়গীরমহল গ্রামের একটি ইটপোড়ানো চুল্লির কার্যক্রম বন্ধ এবং চুল্লির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিএম ইমদাদুল হক সহ ফায়ার সার্ভিস ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana