সর্বশেষ:

karadondo prapto ashami rab er hate atok

কারাদন্ডপ্রাপ্ত আসামি র‌্যাবের হাতে আটক

karadondo prapto ashami rab er hate atok
Facebook
Twitter
LinkedIn

বিশেষ প্রতিনিধি : 

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন মাদকের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এমতাবস্থায় সিপিসি-৩ যশোর, র‌্যাব-৬ কর্তৃক উক্ত আসামিদের আইনের আওতায় আনতে আভিযানিক দল কর্তৃক গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়।

এরই ধারাবাহিকতায় ২৪ মার্চ ২০২৫ তারিখ সময় ১৫.৪৫ ঘটিকায় র‌্যাব-৬, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে যে, ০৫ বছরের একজন সাজাপ্রাপ্ত পালাতক আসামি মো: ইমদাদুল হক বাবু (৩৪) যশোর জেলার চৌগাছা থানাধীন চৌগাছা বাজারে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি ২৪ মার্চ উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত আসামি মো: ইমদাদুল হক বাবু (৩৪) , পিতা মৃত সোলায়মান বিশ্বাস , সাং ধুলিয়ানী, থানা চৌগাছা, জেলা যশোরকে গ্রেফতার করেন। আসামি মো: ইমদাদুল হক বাবু যশোর জেলাসহ আশেপাশের এলাকায় দীর্ঘদিন যাবত মাদকের ব্যবসা করে আসছিল। ২০১০ সালে আসামি মাদক ব্যবসা পরিচালনাকালে ৪শত বোতল ফেন্সিডিলসহ আটক হয়ে তার বিরুদ্ধে মামলা রুজু হয়। বর্ণিত আসামি মামলা রুজুর পর থেকে পলাতক থাকে। মামলার বিচারকার্য় শেষে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামি মো: ইমদাদুল হক বাবু (৩৪)কে ০৫ (পাঁচ)বছর সাজা প্রদান করেন। আসামি আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে র্দীঘদিন দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়।

পরবর্তীতে সিপিসি-৩, র‌্যাব-৬ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উক্ত আসামির অবস্থান নিশ্চিত করে আসমিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামিকে যশোর জেলার চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana