সর্বশেষ:

কালিয়ায় ‘ভোটের গাড়ি’—জাতীয় নির্বাচন সামনে রেখে গণভোট সচেতনতায় ব্যতিক্রমী উদ্যোগ

Facebook
Twitter
LinkedIn

মোঃ মনিরুজ্জামান চৌধুরী
নড়াইল

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের মধ্যে গণভোট সম্পর্কে সচেতনতা বাড়াতে নড়াইলের কালিয়া উপজেলায় ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ‘ভোটের গাড়ি’ নামের এই কর্মসূচির মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ ও নাগরিক দায়িত্ব সম্পর্কে জনসচেতনতা তৈরির চেষ্টা করা হয়।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে কালিয়া বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস, কালিয়া থানার অফিসার ইনচার্জ শুকুর আলীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

কর্মসূচিতে গণভোটের গুরুত্ব, সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনে নাগরিকদের ভূমিকা এবং সচেতন ভোটার হিসেবে দায়িত্ব পালনের বিষয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করা হয়। এ সময় ভোটের গাড়ি থেকে প্রচারপত্র বিতরণ ও জনসাধারণকে উদ্বুদ্ধ করার নানা বার্তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। উপস্থিত সাধারণ জনগণ বলেন, এ ধরনের উদ্যোগ ভোটের প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি গণতান্ত্রিক চর্চা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও সচেতন নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের এমন উদ্যোগে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয়রা।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana