
ডেস্ক রিপোর্ট :
জয়পুরহাটে স্ত্রীর সঙ্গে পরকীয়ার প্রতিশোধ নিতে নাইম হোসেনকে হত্যার পর মরদেহ গুম করতে মাটি খুঁড়ে পুঁতে রাখা হয়। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে স্বামী ও স্ত্রীকে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বগুড়ার গাবতলী থানা এলাকা থেকে তাদের আটক করে র্যাব। গ্রেফতাররা হলো রেজ্জাকুল ওরফে রাজ্জাক ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিন। তারা বগুড়ার শিবগঞ্জ উপজেলার গোপীনাথপুর এলাকার বাসিন্দা।