সর্বশেষ:

estemay hottakarider sastir dabite batiaghatay manobbondhon

টঙ্গী ইজতেমায় হত্যাকারীদের শাস্তির দাবিতে বটিয়াঘাটায় মানববন্ধন

estemay hottakarider sastir dabite batiaghatay manobbondhon
Facebook
Twitter
LinkedIn

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি :

রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, সকাল দশটায় বটিয়াঘাটায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে করেন মু্ফতী সালিমুল্লাহ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুফতি আব্দুল্লাহ ইয়াহিয়া , এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মাওলানা নাসিম, মুফতি শহিদুর ইসলাম, মুফতি আরিফ বিল্লাহ,মুফতি ইমদাদুল্লাহ, শাহাদাত হোসাইন, মুবাল্লিগ সিদ্দিকুর রহমান, মুফতি আরিফ বিল্লাহ, জাকারিয়া, মাওলানা আব্দুল গফুর, এছাড়া তাবলীগ জামাতের বিভিন্ন নেতৃবৃন্দ।

estemay hottakarider sastir dabite manobbondhon

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গত ১৮ সালের ১লা ডিসেম্বরে ন্যায় আবারো সাদপন্থী তাবলীগ জামাতের লোকজন গত ১৮ ডিসেম্বর ২০২৪ তারিখ রাত তিনটার সময় আমাদের ঘুমন্ত তাবলীগ সাথীদের উপর অতর্কিত হামলা করে চারজন ভাইকে শহীদ করে। আমরা হত্যাকারী সাদ পন্থীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে অবিলম্বে গ্রেপ্তারের করে ও বাংলাদেশের সকল মসজিদ থেকে সাত পন্থীদের কার্যক্রম নিষিদ্ধের জোর দাবি জানাচ্ছি। মানববন্ধন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana