সর্বশেষ:

eid e miladunnobi palito

পাইকগাছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ঈদ-ই-মিলাদুন্নবী সঃ পালিত

eid e miladunnobi palito
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী সঃ পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, রচনা, হামদ্, নাথ ও কেরাত প্রতিযোগিতার আয়োজন করা হয়।

শনিবার সকালে বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক আব্দুল ওহাব এর সভাপতিত্বে ও শিক্ষক শেখ বোরহান উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে নবীর জীবনের উপর আলোচনা করেন প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, মাওলানা আব্দুল হান্নান ওমর, হাফেজ মাওলানা ওমর ফারুক, শিক্ষক জোবাইরিয়া আক্তার, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, অভিভাবক হাফিজুর রহমান, গুলজার মোড়ল, মোড়ল কওসার আলী, শিক্ষার্থী আকসারা নেওয়াজ চাহাত, সৈয়দা তানহা জেরিন মৌ, সুমাইয়া খাতুন, জান্নাতুল ফেরদৌস রশ্মি, আরশিয়া বিনতে ওহাব, আহমদ আব্দুর রহমান বিন ওহাব ও সেজুতি সরকার। অনুষ্ঠানে রচনা, হামদ, নাথ ও কেরাত প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana