পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় স্থানীয় উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও অন্তর্ভুক্তিমূলক বাজেট প্রণয়নে অগ্রাধিকার ভিত্তিক চাহিদা নিরুপণ এবং কর্মকৌশল নির্ধারণ বিষয়ক দুই ব্যাপী আয়োজিত প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অফ দ্যা রুলার পুওর ডরপ ইভলভ প্রকল্পের শনিবার ও রবিবার অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। দুই দিন ব্যাপী প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন ডরপ ইভলভ প্রকল্পের প্রতিভা বিকাশ সরকার।
উপস্থিত ছিলেন উপজেলা সিএসও নেটওয়ার্কের অ্যাডভোকেট এফএমএ রাজ্জাক, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, প্রাক্তন অধ্যাপক জিএমএম আজহারুল ইসলাম, অ্যাডভোকেট শফিকুল ইসলাম কচি, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক মহানন্দ অধিকারী মিন্টু, মুন্নি আক্তার, নাজমা, হেলেনা খাতুন, সুফিয়া বেগম, পূরবী মিস্ত্রি, আরিফা আক্তার, শহীদ গাজী, সুপ্রিয়া, আখরারুজ্জামান, শারাফাত হুসাইন, ছন্দা সুলতানা, ফাতেমা আক্তার, মিনারা পারভীন, শ্রাবন্তী সানা, নুরুন্নাহার পারভীন ও রুমানা পারভীন।