
পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি
খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নের কাটিপাড়ার কপোতাক্ষ নদে খেরসা ব্রিজের কাছে উদ্ধার হওয়া অজ্ঞাত মরদেহের পরিচয় মিলেছে। নিহত যুবকের নাম দীনেশ দাস (২২)। তিনি উপজেলার পুরাইকাটী গ্রামের গৌর দাসের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, দীনেশ দাস ২৬ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন। রোববার দুপুর ১টার দিকে নদীর তীরে ভেসে থাকা একটি মরদেহ স্থানীয়দের চোখে পড়ে। তারা দ্রুত নৌ-পুলিশকে খবর দেন। পরে নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
নৌফাঁড়ির ক্যাম্প ইনচার্জ এসআই রবিউল ইসলাম জানান,”সুরতহাল শেষে লাশটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দেহটি নদীতে ভেসে আসায় পচন ধরেছে, তাই প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের রিপোর্ট আসলে প্রকৃত তথ্য জানা যাবে।”এদিকে নিহত দীনেশ দাসের পরিবার এখনও তাঁর মৃত্যুর কারণ নিয়ে কোনও স্পষ্ট ধারণা দিতে পারেনি। হঠাৎ এ মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করে পরিবারের প্রতি সমবেদনা জানান।নৌ পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।















