
মোঃ মনিরুজ্জামান চৌধুরীনড়াইল প্রতিনিধি:
চাপাইল মূলশ্রী চরমধুপুর শামসুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে দারুল আরকাম একাডেমি শাখার উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি ’২৬) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন নড়াইলের উপপরিচালক মোঃ ইকরামুল ইসলাম (শাওন)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০নং পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মল্লিক মাহমুদুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ সাখাওয়াত হোসেন, মোঃ ইউনুচ চৌধুরী, মোঃ ইউসুফ আলী সিকদার ও মোঃ টিপু সিকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন ঢাকার পরিচালক মাওলানা আনিসুজ্জামান সিকদার। অনুষ্ঠানটি পরিচালনা ও বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন অত্র মাদ্রাসার শিক্ষকবৃন্দ। ইসলামী সংগীত, কিরাত ও শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।















