সর্বশেষ:

btaiaghata ek pollite mudi dokane churi

বটিয়াঘাটার পল্লীতে একটি মুদি দোকান চুরি

btaiaghata ek pollite mudi dokane churi
Facebook
Twitter
LinkedIn

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি :

বটিয়াঘাটা থানার পল্লীতে একটি মুদি দোকানে চুরি সংঘঠিত হয়েছে। এ ঘটনা ভুক্তভোগী মুদি ব্যবসায়ী মোঃ আইয়ুব আলী থানায় একটি অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগী আইয়ুব আলী অভিযোগে বলেন ,উপজেলা সুরখালী ইউনিয়নের গাওঘরা রোকেয়া বেগম মহিলা মাদরাসার রাস্তার সামনে আমার চা,পান ও মুদি খানার দোকান রয়েছে। গত ২৬ নভেম্বর ২০২৪ তারিখ রাত অনুমান ১২ টার পর দোকান বন্ধ করে বাড়ীতে চলে যাই।

btaiaghata pollite mudi dokane churi

পরের দিন সকালে দোকান ঘর খুলতে গিয়ে দেখি আমার দোকান ঘরের পিছনের টিনের বেড়া কেটে আমার দোকানে থাকা গাছের ভাইরাস যা বিক্রয় মূল্য প্রায় ১৫ হাজার ৫৪৫ টাকা, ৩২ ইঞ্চি একটি এলইডি জেনারেল টিভি যার মূল্য ১৮ হাজার টাকা সহ দোকানের ভিতরে থাকা বিভিন্ন ধরনের বিস্কুট, চানাচুর, ড্রাই কেক, মশার কয়েলের কার্টুন, ফলের জুসের কার্টুন, ৪ প্যাকেট বিস্কুট এর কার্টুন চুরি হয়। বর্তমান এলাকায় ছুরি সিন্ডিকেট বেড়ে চলেছে। বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ খায়রুল বাশার বলেন,অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana