সর্বশেষ:

bewarish kukurer kamore nari soho ahoto sat

পাইকগাছায় বেওয়ারিশ কুকুরের কামড়ে নারী সহ আহত ৭

bewarish kukurer kamore nari soho ahoto sat
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় বেওয়ারিশ কুকুরের কামড়ে পুরুষ-নারী সহ অন্তত ৭ জন আহত হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

বুধবার সকালে কয়েক ঘণ্টার ব্যবধানে বেওয়ারিশ কুকুরের আক্রমণে শিকার হন আহতরা। এসব কুকুরের হাত থেকে রেহাই পাচ্ছে না বিভিন্ন বয়সী মানুষ সহ পথচারীরা। পাইকগাছা উপজেলায় আশঙ্কাজনকভাবে বেড়েছে বেওয়ারিশ কুকুর। বিভিন্ন সড়কে এমনকি গলির রাস্তায় সন্ধ্যার পর দল বেঁধে ঘুরতে থাকে এসব কুকুর। কুকুরের দলে ১০ থেকে ১৫টি এবং কোনো কোনো দলে ২০ থেকে ২৫টি কুকুর ঘোরাফেরা করতে দেখা যায়। এ সময় পথচারীদের চলাচল করতে হয় আতঙ্ক নিয়ে। সন্ধ্যার পরে পাইকগাছা পৌর সদর সহ আসে পাশের এলাকায় বের হলে কুকুর দল বেঁধে পথচারী ধাওয়া শুরু করে বলে জানান স্থানীয়রা। স্থানীয়রা বলেন কর্তৃপক্ষ দ্রুত বেওয়ারিশ কুকুর নিধনের ব্যবস্থা না করলে আরো মানুষ আহত হবে বলে আশঙ্কা করছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তথ্য অনুযায়ী বেওয়ারিশ কুকুরের আক্রমণে শিকার হয়েছেন, ইমদাদুল গাজী (৬০) আরাফাত হোসাইন (১৫) মোস্তফা (৫০) নিমাই মন্ডল (৭০) ফারুক মোড়ল(৩২) রুববান বিবি (৬০) আঃ গফুর গাজী(৬৫)। তারা পাইকগাছা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। এই সংখ্যা আরো বাড়তে পারেও বলে আশঙ্কা করছেন সূত্রটি।

কুকুরের কামড়ে আক্রান্ত ইবাদুল গাজী জানান, সকাল ১০ টার দিকে বাড়ী থেকে বের হয়ে পাইকগাছা বাজারে আসার পথে চারা বটতলা নামক স্থানে আসলে ছুটে এসে একটি কুকুর তার পায়ে কামড় দেয়। আরাফাত হোসাইন জানান বাড়ি পাশে রাস্তায় গেলে একটা কুকুর ছুটে এসে তার পায়ে কামড় দেয়।

আরেক রুগী মোস্তফা বলেন বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে আসলে বিরাশির মোড়ে আসলে একটি কুকুর এসে তার পায়ে কামড় দিয়ে ধরে রাখে সে আত্ম চিৎকার করলে পরবর্তীতে ছেড়ে দেয়।

উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ ইব্রাহিম গাজী জানান, কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৭ জন রোগী আসছিলো তারা চিকিৎসা নিয়েছেন। তবে হাসপাতাল থেকে এই ভ্যাকসিন সরবরাহ করা হচ্ছে কেমন জানতে চাইলে তিনি বলেন গত ৬ মাস এই হাসপাতালে কোন ভ্যাকসিন সরবরাহ নেই ফলে এই ভ্যাকসিন বাইরের থেকে নিয়ে রোগীদের দেওয়া হচ্ছে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana