সর্বশেষ:

batiaghatar golay shari pechiye mohilar attohotta

বটিয়াঘাটায় গলায় শাড়ি পেচিয়ে মহিলার আত্মহত্যা

batiaghatar golay shari pechiye mohilar attohotta
Facebook
Twitter
LinkedIn

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি :

বটিয়াঘাটার গাওঘরা এলাকায় এক গৃহবধু ঘরের মধ্যে দাবার সাথে গলায় শাড়ি পেচিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে,শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪, সকাল ১০ টার দিকে ভিক্টিমের নিজ বাড়িতে।

batiaghatar golay shari pechiye mohilar attohottaaa

এলাকাসীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়,চরডাঙ্গা গাওঘরা এলাকার ইজিবাইক চালক আসাদুল খানের স্ত্রী রনি বেগম (২৭) সকাল আনুমানিক দশটার দিকে তার নিজ ঘরের মধ্যে ঘরের দাবার সাথে গলায় শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করে। আসাদুল খানর পিতা আব্দুল আজিজ খান বলেন, আমার ছেলে প্রতিদিনের নেয় সকালে ইজি বাইক চালাতে চলে যায়। বাড়িতে তখন আমার বৌমা একাই ছিল। সকাল দশটার দিকে তার ঘরের দরজা বন্ধ দেখে, আমাদের সন্দেহ হয়। তখন দরজা খুলে ভিতরে গিয়ে দেখি ঘরের ডাবার সাথে আমার বৌমা গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে। তখন তাকে বাঁচানোর জন্য তড়ি ঘড়ি করে আমরা তাকে ডাবা থেকে নামিয়ে ঘরের ভিতরে রাখি।
সূত্রে প্রকাশ, দীর্ঘ তিন বছর আগে ইজিবাইক চালক আসাদুল খানের সাথে ডুমুরিয়া উপজেলার উলা গ্রামের তৈহিদুল সরদারের কন্যার সাথে তার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের কোন ছেলে মেয়ে নাই।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana