পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি
খুলনার পাইকগাছা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন উপলক্ষ্যে মঙ্গলবার ( ১২/১১/২৪ ) ছিল মনোনয়ন পত্র গ্রহণের শেষ দিন। এবারের নির্বাচনে ১১ পদের বিপরীতে ২৪ জন বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র ক্রয় করেছেন। নির্বাচন পরিচালনা কমিটিতে দায়িত্ব পালন করবেন, প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট কিশোরী মোহন মন্ডল, সহকারী নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোঃ বেলাল উদ্দীন ও উত্তম কুমার সানা। গত ৭ নভেম্বর নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনার এর অফিস হতে ১১ থেকে ১২ নভেম্বর মনোনয়ন পত্র গ্রহণ, ১৩ নভেম্বর বিকাল ৩ টা পর্যন্ত মনোনয়ন পত্র দাখিল ও বাছাই পর্ব অনুষ্ঠিত হয়।
২৪ নভেম্বর সকাল ১০ টা হতে বেলা ২টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলবে। ১৪ নভেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহার ও বিকালে চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবেন বলে এসকল তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট কিশোরী মোহন মন্ডল।
এসময়ে সহকারী নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোঃ বেলাল উদ্দীন ও উত্তম কুমার সানা জানান, এবারের নির্বাচনে ১১ পদের বিপরীতে ২৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। সভাপতিতে ১ টা পদের বিপরীতে ৩ জন মনোনয়নপত্র ক্রয় করেছেন। সহ-সভাপতিতে ২ টা পদের বিপরীতে ৫ জন, সাধারণ সম্পাদকে ১ টা পদের বিপরীতে ৩ জন, যুগ্ম সম্পাদকে ১ পদের বিপরীতে ২ জন, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদকে ১ পদের বিপরীতে ২ জন, সাহিত্য ও সংস্কৃত সম্পাদক পদে ১ জন, লাইব্রেরীতে ১টা পদের বিপরীতে ২ জন এবং সদস্যে ৩টা পদের বিপরীতে ৬ জন মনোনয়নপত্র ক্রয় করেছেন।