সর্বশেষ:

পাইকগাছা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন পুনরায় সভাপতি -সাত্তার, সম্পাদক – আককাছ

Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।

পাইকগাছা আইনজীবী সমিতির নির্বাচনে জিএম আব্দুস সাত্তার ও জিএম আককাছ আলি পুনরায় সভাপতি সম্পাদক নির্বাচিত হয়েছেন। ৩০ নভেম্বর রোববার সকাল ১০ টা থেকে বেলা ২ টা পর্যন্ত আইনজীবী সমিতি মিলনায়তনে সমিতির সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৭০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। যার মধ্যে ৬ জন ভোটার অনলাইনে ভোট প্রদান করেন।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর মধ্যে অ্যাডভোকেট জিএম আব্দুস সাত্তার সর্বোচ্চ ৪৮ ভোট পেয়ে পুনরায় সভাপতি নির্বাচিত হন। এনিয়ে ৭ম বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন বর্তমান সভাপতি জিএম আব্দুস সাত্তার। তার নিকটতম অ্যাডভোকেট প্রশান্ত কুমার মন্ডল পান ২০ ভোট। ২টি ভোট বাতিল ঘোষণা করা হয়। এর আগে ১০ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এরা হলেন সহ সভাপতি অ্যাডভোকেট আব্দুল মালেক ও সরকারি আইন কর্মকর্তা এপিপি বেলাল উদ্দীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিএম আক্কাস আলী, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মো. একরামুল হক বিশ্বাস, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক কাজী সাইফুল ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মো. আমিনুল ইসলাম, লাইব্রেরী সম্পাদক রাশনা শারমিন আঁখি , ৩ জন সদস্য মো. আব্দুল মালেক, অনাদি কৃষ্ণ মন্ডল এবং মো. সাইফুদ্দীন। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন এডভোকেট মোজাফফর হাসান। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন অবনী মোহন সানা ও শেখ বারিকুল ইসলাম।

 

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

সুন্দরবনে ২০ বনদস্যু বাহিনীর দাপট, বনদস্যুদের তৎপরতায় আবারও অশান্ত হয়ে উঠেছে ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবন,জেলে, বনজীবীদের মাঝে দেখা দিয়েছে আতঙ্ক। ফলে বিরূপ প্রভাব পড়ছে অর্থনীতিতে

turan hossain rana