সর্বশেষ:

rally o manob bondhon

পাইকগাছার দেলুটিতে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে র‍্যালি ও মানববন্ধন

rally o manob bondhon
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা (খুলনা ) প্রতিনিধি: এস,এম,আলাউদ্দিন সোহাগ

“ত্রান নয় টেকসই ও স্থায়ী বেড়িবাঁধ চাই” শ্লোগানে পাইকগাছা উপজেলাধীন দেলুটি ইউনিয়নের ২২ নং পোল্ডারে টেকসই ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিতে ব্যানারসহ র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১ টার দিকে দেলুটির দারুন মল্লিকে ভূমিহীন সংগঠন ও এলাকাবাসীর আয়োজনে শত শত নারী-পুরুষের উপস্থিতিতে ভাঙনের স্থানে টেকসই ও বেড়িবাধ নির্মাণের দাবিতে ব্যানারসহ র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা হয়। উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন দেলুটি ইউনিয়ন ভূমিহীন কমিটির সভাপতি শেখ শহিদুল ইসলাম। বক্তৃতা করেন, ভূমিহীন নেত্রী মনোয়ারা বেগম, রিতা মন্ডল, ভূমির নেতা নিরাপদ দফাদার, ইব্রাহিম গাজী, রুহুল আমিন গাজী, সিপিবি নেতা শিশির কুমার মন্ডল,নিজেরা করির পক্ষ থেকে বিভাগীয় সংগঠক কামাল হোসেন, অঞ্চল সমন্বয়ক সাহাদুল ইসলাম। এসময় শত শত স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২২ আগস্ট বৃহস্পতিবার বেলা ১২টার দিকে জোয়ারে ভদ্রা নদীর অতিরিক্ত পানি বৃদ্ধি পেয়ে উপজেলার দেলুটি ইউনিয়নের ২২নং পোল্ডারের কালিনগর বাওয়ালি বাড়ির দক্ষিণ পাশের ৩শ’ ফুটের বেশি এলাকা জুড়ে ওয়াপদার বাঁধ (রাস্তা) ভেঙে লোকালয় প্লাবিত হয়। স্থায়ী এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে এবং উপজেলা প্রশাসন, পাউবোর উদ্যোগে এক সপ্তাহের চেষ্টায় ভাঙনের স্থানে বাঁধ নির্মাণ করা হয়। কিন্তু ১৬.০৯.২৪ তারিখে আবারও দারুণ মল্লিক গ্রামে ওয়াটার স্লুইচগেট সংলগ্ন প্রায় ৩শ ফুটের বেশি বেড়িবাঁধে ফাটলসহ জোয়ারে পানি প্রবেশ করলে ভূমিহীন সংগঠন, এলাকাবাসী ও পাউবোর উদ্যোগে তাৎক্ষণিক মেরামত কার্যক্রম শুরু করে এবং মেরামত কাজ চলমান রয়েছে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana