
আশুলিয়া প্রতিনিধি, শরিফ মিয়া
ঢাকা জেলার ডিবি (উত্তর) দুটি পৃথক অভিযানে ১৫০ (একশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।
গতকাল আশুলিয়ার পলাশবাড়ী ও ২০ মাইল এলাকায় ঢাকা জেলা ডিবি (উত্তর) পৃথক দুটি অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত ২জন হচ্ছেন, গোপালগঞ্জ জেলার মৃত মোক্তার মিয়ার ছেলে মোহাম্মদ সাগর হোসেন (৪৫) ও নাটোর জেলার বড়াইগ্রাম থানার সোবাহান প্রামানিকের ছেলে মোহাম্মদ মামুন হোসেন (৩৫)। ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসের ইনচার্জ জনাব মোঃ সাইদুল ইসলাম বলেন, গতকাল ঢাকা জেলা ডিবি (উত্তর) দুটি দল গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে দুজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।














