সর্বশেষ:

bobolok o water aid koirkokortader motbionimoy sova

পাইকগাছায় নবলোক ও ওয়াটার এইড প্রতিনিধি বৃন্দের সাথে পৌর কর্মকর্তাদের মত বিনিময় সভা

bobolok o water aid koirkokortader motbionimoy sova
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি

খুলনার পাইকগাছা পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নবলোক ও ওয়াটার এইড প্রতিনিধি বৃন্দের সাথে পৌরপানি শাখা,বর্তমান এবং ভবিষ্যৎ করনীয় বিষয় মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে পৌরসভা কার্যালয়ে পৌরপ্রশাসক এর প্রতিনিধি উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) ইফতেখারুল আহম্মেদ শামিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,কান্ট্রি ডিরেক্টর হাচিন জাহান ( ইংল্যান্ড ), লিছা রোজ ( ইংল্যান্ড ), এ্যামিলি রোজ ( ইংল্যান্ড ), তাহমিদ ( টেকনিক্যাল কোঅর্ডিনেটর), নিহাল হাজমত মহি ( প্রজেক্ট কো অর্ডিনেটর), পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার,নির্বাহী প্রকৌশলী নূর আহম্মেদ,ওসি রিয়াদ মাহমুদ,প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, সাংবাদিক এস,এম,আলাউদ্দিন সোহাগ,আবুল হাশেম,প্রজেক্ট সিটিআরপি কাওছার আলী, প্রধান সহকারী শেখ জিয়াউর রহমান,লাইসেন্স ইন্সপেক্টর মৃণাল কান্তি সানা, উচ্চমান সহকারী উত্তম কুমার ঘোষ,পৌরকর নির্ধারক রফিকুল ইসলাম ও হযরত আলী সহ পৌর কর্মকর্তা,কর্মচারী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে অতিথি বৃন্দ সরল পানিশাখা, ট্যাব সহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana