সর্বশেষ:

shikkharthider udvadoni o bastobdhormi chinatguloke gobeshonay rupantor korte hobe

খুবিতে ‘স্পার্ক ট্যাংক ১.০’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের উদ্ভাবনী ও বাস্তবধর্মী চিন্তাগুলোকে গবেষণায় রূপান্তর করতে হবে : উপাচার্য

shikkharthider udvadoni o bastobdhormi chinatguloke gobeshonay rupantor korte hobe
Facebook
Twitter
LinkedIn

বিশেষ প্রতিনিধি :

খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের শিক্ষার্থীদের ক্লাব ‘ক্লাস্টার’ এর উদ্যোগে উদ্ভাবন, আইডিয়া ও অগ্রগতির ভিত্তিতে অনুষ্ঠিত ‘স্পার্ক ট্যাংক ১.০’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আজ ০৭ আগস্ট (বৃহস্পতিবার) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ইউআরপি লেকচার থিয়েটারে এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। এসময় তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষাজীবন থেকেই গবেষণামনস্ক হিসেবে গড়ে উঠছে। ইনোভেশন হাবের মাধ্যমে তারা উদ্যোক্তা হওয়ার পথ তৈরি করছে। গ্রন্থগত বিদ্যার পাশাপাশি সফট স্কিল ও সহশিক্ষামূলক কর্মকাণ্ডে তাদের দক্ষতা বাড়ছে। তিনি আরও বলেন, ‘স্পার্ক ট্যাংক ১.০’ এর মতো প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীল ও বাস্তবমুখী উদ্ভাবনী চিন্তাগুলো উঠে আসে। এই চিন্তাগুলোকে গবেষণায় রূপ দিতে হবে। এক্ষেত্রে শিক্ষার্থীরা শিক্ষকদের সহযোগিতা নিতে পারে। আমি আশা করি, এই ধারণাগুলো আরও উন্নত করে রোবট নির্মাণের মতো বাস্তবধর্মী প্রজেক্টে রূপ দেওয়া সম্ভব হবে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যথাসম্ভব সহযোগিতা প্রদান করা হবে। বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান বলেন, কম্পিউটার বিজ্ঞানের অগ্রগতি মানব সভ্যতায় বিপ্লব এনেছে। বর্তমান সময়ে প্রোগ্রামিংয়ের দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করি, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের সময়োপযোগী উদ্ভাবনে উদ্বুদ্ধ করবে, যা দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখবে। সিএসই ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. এস এম রফিজুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ আজমল হুদা। অনুষ্ঠানে ইউনিভার্সিটি ইনোভেশন হাবের পরিচিতিমূলক তথ্য পাওয়ার পয়েন্টে তুলে ধরেন হাবের ফোকাল পয়েন্ট প্রফেসর ড. জিএম আতিকুর রহমান। প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করেন ক্লাস্টার ক্লাবের উপদেষ্টা প্রফেসর ড. কাজী মাসুদুল আলম।

স্বাগত বক্তব্য রাখেন ক্লাস্টার ক্লাবের সভাপতি তাহমিদ হাসান তাসফি। অনুষ্ঠান সঞ্চালনা করেন গাজী সাজিদ রায়হান ও রাধিকা চৌধুরী। এ সময় সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক, প্রতিযোগিতায় অংশ নেওয়া দলের সদস্য ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। ‘স্পার্ক ট্যাংক ১.০’ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা আইডিয়া প্রেজেন্টেশন ও প্রজেক্ট শোকেসিংয়ের মাধ্যমে তাদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর প্রকল্প উপস্থাপন করেন। বিচারকদের রায়ের ভিত্তিতে নির্বাচিত সেরা দলগুলোর মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana