শাহিদুল ইসলাম কয়রা(খুলনা)প্রতিনিধিঃ
খুলনার কয়রায় ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব উপলক্ষে এ কর্মশালার আয়োজন করে কয়রা উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদের পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মোঃ দারুল হুদা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, কয়রা থানার এস আই মোঃ রাজেত,উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা সাইফুল্লাহ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হাসান, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, সাংবাদিক আলহাজ্ব সদর উদ্দিন আহমেদ,, শিক্ষক আঃ রউফ,উপজেলা গন অধিকার পরিষদের সভাপতি মোঃ ইয়াছিন আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়রার ছাত্র প্রতিনিধি গোলাম রব্বানী শিক্ষার্থী বায়োজিদ হোসেন প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে রাজনীতিবীদ, সাংবাদিক,শিক্ষক ও বিভিন্ন স্কুল, কলেজে, মাদ্রাসার ছাত্র উপস্থিত ছিলেন।