সর্বশেষ:

bangladesh saiclon emergency responce project prokolper somaponi kormosala onisthito

পাইকগাছায় “বাংলাদেশ সাইক্লোন রিমাল ইমার্জেন্সি রেসপন্স প্রজেক্ট” প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত

bangladesh saiclon emergency responce project prokolper somaponi kormosala onisthito
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় “বাংলাদেশ সাইক্লোন রিমাল ইমার্জেন্সি রেসপন্স প্রজেক্ট” প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রকল্প সমাপনী কর্মশালা ব্র্যাকের বিভাগীয় ডিভিশনাল ম্যানেজার মোঃ আবু আবু সাঈদ এর সভাপতিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, কৃষি কর্মকর্তা অসীম কুমার দাস, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, সমবায় কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার। ব্র্যাকের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচি কর্তৃক আয়োজিত এ কর্মশালায় ব্র্যাকের আরএম সুমিত কুমার বসু, জেলা সমন্বয়ক মোঃ শফিকুল ইসলাম, ফিল্ড কোঅডিনেটর জিএম মইনুল ইসলাম, প্রকল্প ব্যবস্থাপক মোঃ মাহবুব উল আলম, উপজেলা সমন্বয়ক নিয়াজ মোর্শেদ চৌধুরী, ডেপুটি ম্যানেজার মনিটরিং আজহারি মুকুল, ইউপি সদস্য নাসিমা বেগম, শেখর কুমার ঢালী, রামচন্দ্র টিকাদার, বদিয়ার হোসেন, বিনতা সরকার, মোঃ আব্দুস সাত্তার, তন্ময় মজুমদার, সুমিত বসু, আবু সাঈদ সহ উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana