সর্বশেষ:

upo chochib o tar vai er biruddhe songbad sommelon

উপ সচিবের ড্রাইভার ও তার ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

upo chochib o tar vai er biruddhe songbad sommelon
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় ঘর বাড়িতে হামলা ও ভাংচুর সহ বিভিন্ন অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পাইকগাছা প্রেসক্লাবে এক উপ সচিবের গাড়ি চালক তার সহোদর সহ কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে লিখিত সংবাদ সম্মেলন করেন উপজেলার গদাইপুর গ্রামের শহিদুল ইসলাম সরদারের ছেলে আল আমিন সরদার।

সংবাদ সম্মেলনের মাধ্যমে ভুক্তভোগী আল আমিন অভিযোগ করেন গদাইপুর গ্রামের ওয়াজেদ আলী মল্লিকের ছেলে সুমন মল্লিক উপ সচিব আরিফুল কায়সারের গাড়ি চালক। সুমন এবং তার ভাই পিয়ার আলী মল্লিক উপ সচিবের নাম ভাঙ্গিয়ে এলাকায় আওয়ামী লীগের লোকজন কে ঐক্যবদ্ধ করার পায়তারা করে আসছে। সুমন সচিবের ড্রাইভার এবং তার ভাই পিয়ার আলী সচিবের পিএ পরিচয়ে আওয়ামী লীগের সাবেক এমপির ভয় দেখিয়ে আওয়ামী লীগের আমলে এলাকার মানুষ কে নানাভাবে অত্যাচার এবং হয়রানি করেছে। বর্তমানে তারা আওয়ামী লীগ বিরোধী লোকজন কে সায়েস্তা করার পরিকল্পনা করেছে। যার অংশ হিসেবে তাদের সহযোগিতায় মোশাররফ গাজী, রাসেল মল্লিক ও সায়ফান গাইন সহ এলাকার কতিপয় লোকজন গত ৪ এপ্রিল দুপুরে আমার এবং মৃত আকবর গাজীর পুত্র নাহিদ গাজীর ঘর বাড়িতে হামলা ও ভাংচুর করে। উপ সচিবের সহযোগিতায় তারা আওয়ামী লীগের আমলে মঠবাটী গ্রামের জুয়েল, সোবহান ও ইউসুফ সরদার সহ অনেকের জায়গা জমি দখল করেছে এবং নুরুজ্জামান গাজীর ছেলে সোহান গাজীসহ অনেকের কাছ থেকে চাকরি দেওয়ার কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বলে সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযোগ করেন।

সুমন ও পিয়ার আলী মল্লিক এলাকায় এসে যাতে আওয়ামী লীগ দোসরদের ঐক্যবদ্ধ এবং প্রভাব বিস্তার সহ সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে না পারে এজন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন আল আমিন সরদার।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana